বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে রাঙ্গামাটিতে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ


নিজস্ব প্রতিবেদক    |    ০৬:৫১ পিএম, ২০২৩-০৩-১৮

বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে রাঙ্গামাটিতে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে রাঙ্গামাটিতে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার  উদ্যোগে র‌্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকাল সাড়ে ৪ টায় আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে এ আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা রাঙ্গামাটি জেলার সভাপতি মনসুর আহম্মেদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো: শাহ এমরান রোকনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক হাজী মো; মুছা মাতব্বর, জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, সদর উপজেলা পরিষদ চেযারম্যান মো: শহীদুজ্জামান মহসিন রোমান, জেলা আওয়ামীলীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক মো: রফিকুল মাওলা, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক অভয় প্রকাশ চাকমা, সদর উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি সাধন মনি চাকমা , জেলা কৃষকলীগের সাধারন সম্পাদক উদয় শংকর চাকমা, জেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক মো: শামসুল আলম, জেলা মৎস্যজীবিলীগের সভাপতি উদয়ন বড়ুয়া, জেলা যুবলীগের সহ সভাপতি আশীষ কুমার চাকমা নব, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো : শাওয়াল উদ্দিন, জেলা যুব মহিলালীগের সভাপতি রোকেয়া আকতার, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক প্রকাশ চাকমা প্রমুখ।

আলোচনা সভা শেষে শতাধিক শিশু কিশোরদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এর আগে বিকাল সাড়ে ৩টায় রাঙ্গামাটি প্রস ক্লাব থেকে আওয়ামীলীগ  দলীয় কার্যালয় পর্যন্ত বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়।