বাঘাইছড়িতে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে বঙ্গবন্ধুর জন্মদিন পালিত


নিজস্ব প্রতিবেদক    |    ১১:২৭ পিএম, ২০২৩-০৩-১৭

বাঘাইছড়িতে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে বঙ্গবন্ধুর জন্মদিন পালিত

রাঙ্গামাটির  বাঘাইছড়ি জমকালো আয়োজনের মধ্যে দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিন ও জাতীয়  শিশু দিবস   পালন করেছে উপজেলা আওয়ামিলীগ। ১৭ই মার্চ শুক্রবার বাঘাইছড়ি উপজেলা আওয়ামিলীগের দলীয় কার্যালয়ে জাতীয় সংগীতের তালে তালে  জাতীয় ও দলীয় পতাকা উত্তলন এর মধ্যে দিয়ে  দিনের কর্মসূচীর শুরু হয়। পরে দলীয় নেতাকর্মীদের নিয়ে বিশাল শোভা যাত্রা শেষে বঙ্গবন্ধুর মোড়ালে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এর পর বিকেলে দলীয় কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। এতে উপজেলা আওয়ামিলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আলী হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামিলীগের সভাপতি বৃষকেতু চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামিলীগের সহ-সভাপতি দানবীর চাকমা, সহ-সভাপতি খায়ের আহম্মদ, বাঘাইছড়ি পৌর মেয়র জমির হোসেন সহ আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আলোচনা সভা শেষে বিশাল কেক কেটে দলীয় নেতাকর্মীদের নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিন উদযাপন করা হয়। বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল সদস্যদের জন্য দোয়া মাহফিল সম্পন্ন করা হয়। এসময় মোনাজাত পরিচালনা করেন মাওলানা মাহমুদুল হক। আলোচনা সভা ও দোয়া মাহফিলে দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।