বাঙ্গালী জাতির সর্বকালের সর্বশ্রেষ্ট অভিভাবক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান


নিজস্ব প্রতিবেদক    |    ১১:২৫ পিএম, ২০২৩-০৩-১৭

বাঙ্গালী জাতির সর্বকালের সর্বশ্রেষ্ট অভিভাবক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙ্গালী জাতির জীবনে সর্বকালের সর্বশ্রেষ্ট অভিভাবক। একটি স্বাধীন-সার্বভৌম দেশের সঙ্গে, একটি গর্বিত জাতির সঙ্গে বঙ্গবন্ধুর নামটি অঙ্গাঙ্গিভাবে যুক্ত হওয়ার পেছনে তাঁর উদারচিত্ত, নিখাদ দেশপ্রেম, রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শিতা এবং নিরলস কর্ম প্রচেষ্টা মূখ্য ভূমিকা পালন করেছে।

আর এভাবেই টুঙ্গিপাড়ার মুজিবুর রহমান ক্রমে হয়ে উঠেন রাজনীতির কবি। হয়ে উঠেন বঙ্গবন্ধু, জাতির পিতা। ধৈর্য আর সহনশীলতা, গণতান্ত্রিক রীতিনীতি এবং রাজনৈতিক শিষ্টাচারের দিক থেকে বঙ্গবন্ধু এক অনুসরণীয় ও অত্যুজ্জ্বল ব্যক্তিত্ব।

শুক্রবার জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধুর ১০৩তম শুভ জন্মদিন উপলক্ষে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন রাঙামাটি জেলা শাখার উদ্যোগে পবিত্র খতমে কোরআন, দোয়া মাহফিল ও জাতির পিতা বঙ্গবন্ধুর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল।

রাঙামাটি প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে আয়োজিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন রাঙামাটি জেলা শাখার উপ-পরিচালক মুহাম্মদ ইকবাল বাহার চৌধুরী।

এতে বিশেষ অতিথি ছিলেন, ঢাকাস্থ ইমাম প্রশিক্ষণ একাডেমীর সহকারী পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান, জাতীয় ইমাম সমিতি রাঙামাটি জেলা শাখার সভাপতি ক্বারী মাওলানা মুহাম্মদ ওসমান গণি চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন, ইসলামিক ফাইন্ডেশন রাঙামাটির মাষ্টার ট্রেইনার মোঃ বখতেয়ার হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করে ইসলামিক ফাইন্ডেশন রাঙামাটির ফিল্ড সুপারভাইজার মুহাম্মদ জয়নুল আবেদিন। 

অনুষ্ঠানে কুরআন তিলওয়াত  করেন মুহাম্মদ নুসাইর ইকবাল চৌধুরী, নাত পরিবেশন করেন মোঃ ওয়াজিদুল ইসলাম মেহরাব এবং দোয়া মাহফিল পরিচালনা করেন বায়তুল আমান জামে মসজিদের খতিব মাওলানা মোঃ  আশহাদুল ইসলাম।   পরে আজান, হাম নাত ও কেরাত প্রতিযোগীতায় বিজয়ী  শিশুদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।