জাতীয় শিশু দিবসে কাপ্তাইয়ে বর্ণিল আয়োজন


নিজস্ব প্রতিবেদক    |    ০২:২৭ পিএম, ২০২৩-০৩-১৭

জাতীয় শিশু দিবসে কাপ্তাইয়ে বর্ণিল আয়োজন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিন  ও জাতীয় শিশু দিবস উপলক্ষে নানা আয়োজনে মুখরিত ছিলো কাপ্তাই এর সমগ্র জনপদ। 
 দিবসটি উপলক্ষে ১৭ মার্চ (শুক্রবার)  সকাল সাড়ে  ৯ টায় কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতার ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এসময় কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা  রুমন দে সহ সকল বিভাগীয় কর্মকর্তাদের নিয়ে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ এর মাধ্যমে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। 
এছাড়া বাংলাদেশ আওয়ামী লীগ কাপ্তাই উপজেলা শাখা এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুই ছাইন চৌধুরী, সাধারণ সম্পাদক ইব্রাহীম খলীল এর নেতৃত্বে জাতির পিতার ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন।
 এদিকে কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রওশন আরা রব, কাপ্তাই থানার ওসি মোঃ জসীম উদ্দীন, চন্দ্রঘোনা থানার ওসি শফিউল আজমের নেতৃত্বে পুলিশ সদস্যরা জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। 
দিবসটি উপলক্ষে  নানা সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের পক্ষ হতে জাতির পিতার ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ এর মাধ্যমে বাঙালির এই মহান নেতাকে স্মরণ করা হয়। 
পরে কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে  আলোচনা সভা,  কেক কাটা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান  অনুষ্ঠিত হয়। 
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক। 
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দে এর সভাপতিত্বে ও কাপ্তাই প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাছির উদ্দীন,  কাপ্তাই থানার ওসি জসিম উদ্দিন, চন্দ্রঘোনা থানার ওসি শফিউল আজম, বীর মুক্তিযোদ্ধা শাহাদাত হোসেন চৌধুরী,  উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ এনামুল হক হাজারী, ১ নং চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন মিলন, নির্বাচন কর্মকর্তা তানিয়া আক্তার, তথ্য সেবা কর্মকর্তা তাহমিনা সুলতানা  এবং কাপ্তাই নৌ বাহিনী স্কুল এন্ড কলেজ এর শিক্ষার্থী শ্রেয়া চক্রবর্তী। 
পরে দিবসটি উপলক্ষে কেক হয় এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে অনুষ্ঠিত প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।