বঙ্গবন্ধুর জম্মদিন উপলক্ষে জুরাছড়িতে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান


স্মৃতিবিন্দু চাকমা    |    ১০:৫৮ পিএম, ২০২৩-০৩-১৬

বঙ্গবন্ধুর জম্মদিন উপলক্ষে জুরাছড়িতে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

“স্মার্ট বাংলাদেশের স্বপ্নে বঙ্গবন্ধুর জম্মদিন, শিশুর চোখ সমৃদ্ধির স্বপ্নে রঙিন” এই প্রতিপাদ্য কে নিয়ে আগামীকাল ১৭ ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জম্মদিন ও জাতীয় শিশু দিবস ২০২৩ উপলক্ষে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ আয়োজনে জুরাছড়ি উপজেলার ১৬ টি প্রাথমিক বিদ্যালয় বিভিন্ন ইভেন্টের খেলায় অংশগ্রহণ করেন।

আজ ১৬ ই মার্চ বৃহস্পতিবার জেলা পরিষদ বিশ্রামাগাড়ে চিত্রাংকন, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণ করা হয়।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর শফিকুল ইসলাম পিএসসি জোন উপ-অধিনায়ক ২ বীর জুরাছড়ি জোন। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যাপ্টেন মোশারফ হোসেন সাগর, মোহাম্মদ  আলমগীর হোসেন,ভারপ্রাপ্ত  অফিসার ইনচার্জ জুরাছড়ি থানা,  জ্ঞানেন্দু বিকাশ চাকমা সাধারণ সম্পাদক জুরাছড়ি উপজেলা আওয়ামী লীগ, ইমন চাকমা চেয়ারম্যান ১ নং জুরাছড়ি ইউপি। 

জেলা পরিষদ সদস্য ও জুরাছড়ি উপজেলা আওয়ামী লীগ সভাপতি প্রবর্তক চাকমা সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রধান শিক্ষক নিত্যানন্দ চাকমা। 

প্রধান অতিথি মেজর শফিকুল ইসলাম পিএসসি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী এখানকার মানুষের নিরাপত্তা সহ দেশের ভূখন্ড রক্ষার্থে উন্নয়নের লক্ষ্যে সর্বদা কাজ করে যাচ্ছে। তাই এখানকার মানুষের বাংলাদেশ সেনাবাহিনীকে একজন পরিবারের সদস্য হিসেবে মনে করার জন্য অনুরোধ করেন। 

বঙ্গবন্ধু স্বপ্ন পূরণের লক্ষে শান্তি শৃঙ্খলা স্থিতিরেখে উন্ননকে এগিয়ে নিতে হবে। তাই উন্নয়ন যেন বাঁধা গ্রস্থ না হয় সেজন্যে বাংলাদেশ সেনাবাহিনীকে সহযোগিতা করার জন্য আহ্বান করেন।  তিনি আরো বলেন, একজন শিশু আগামীদিনের ভবিষ্যৎ তাই শিশুরা যেন তাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে পারেন সেজন্যে পরিবার কর্তৃক সঠিক পরিবেশ সৃষ্টি করতে হবে এমনটা পরামর্শ প্রদান করেন।

আলোচনা সভা শেষে ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার তুলেদেন অতিথিবৃন্দ। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।