অনাড়ম্বরেই পালিত হল বিজয়া দশমী


শহিদুল ইসলাম হৃদয়    |    ০৬:৪৪ পিএম, ২০২০-১০-২৬

অনাড়ম্বরেই পালিত হল বিজয়া দশমী

অশুভ শক্তির বিরুদ্ধে শুভ ও কল্যাণ এবং সকলের মধ্যে নিরন্তর শান্তি ও সম্প্রীতির আকাঙ্ক্ষা নিয়ে স্বাস্থবিধি মেনে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে অনাড়ম্বরেই শেষ হল হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার। 

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাঙামাটি জেলা শাখার নির্দেশনা অনুযায়ী সোমবার বিকাল ৫ টায় জেলা সদরের ১৪ টি মণ্ডপের স্ব স্ব বিসর্জন ঘাটে প্রতিমা বিসর্জন দেওয়া হয়েছে।

এর আগে সিঁদুর খেলা আর আনন্দ-উৎসবে মুখরিত হয়ে উঠে এখানকার পূজা মণ্ডপগুলো। হিন্দু সধবা নারীরা প্রতিমায় সিঁদুর পরিয়ে দেন, নিজেরা একে অন্যকে সিঁদুর পরিয়ে দেয়। চলে মিষ্টিমুখ, ছবি তোলা আর ঢাকের তালে তালে নাচ-গানের মধ্য দিয়ে দুর্গা মাকে শেষ বিদায় দেয় উক্ত সম্প্রদায়ের অনুসারীরা। তবে এইবার করোনা মহামারীর জন্য ছিল না কোন আনন্দ র‍্যালী ও মোটর শোভাযাত্রা।