হতদরিদ্র আমেনাকে কিডনি রোগী কল্যাণ সংস্থার অনুদান


নিজস্ব প্রতিবেদক    |    ১১:৪৭ পিএম, ২০২০-১০-২৪

হতদরিদ্র আমেনাকে কিডনি রোগী কল্যাণ সংস্থার অনুদান

অসহায় কিডনি রোগী আমেনা বেগমের চিকিৎসার জন্য আর্থিক অনুদান দিয়েছে কিডনি রোগী কল্যাণ সংস্থা। ২৪ অক্টোবর রোজ শনিবার সংস্থার কার্যালয়ে বায়তুশ শরফ আন্জুমনে ইত্তেহাদ বাংলাদেশ এর সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: ইদ্রিস মিয়া সংস্থার পক্ষ থেকে অনুদানের চেক হস্তান্তর করেন। এসময় উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি সৈয়দ মোহাম্মদ জাহেদুল হক, সাধারন সম্পাদক জামালুদ্দিন হাওলাদার, কোষাধ্যক্ষ মোহাম্মদ হোসাইন, সাংবাদিক মোহাম্মদ আলী, সংস্থার সদস্য দিপংকর বোস ও মোহাম্মদ মহিউদ্দিন রিয়াজ। 

চিকিৎসা সহায়তার চেক হস্তান্তর অনুষ্ঠানের প্রধান অতিথি আলহাজ্ব মো: ইদ্রিস মিয়া বলেন, কিডনি রোগ একটি মরণব্যাধী রোগ এবং এ রোগের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল। এই রোগের চিকিৎসা ব্যয় বহন করা রোগী ও রোগীর পরিবারের একার পক্ষে অসম্ভব। সেক্ষেত্রে দুঃস্থ কিডনি রোগীদের সাহায্যে কিডনি রোগী কল্যাণ সংস্থার এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনিয়।

এ সময় সভাপতির বক্তব্যে সংস্থার সভাপতি সৈয়দ মোহাম্মদ জাহেদুল হক মানবিক সমাজকে কিডনি রোগীদের চিকিৎসা সহায়তায় এগিয়ে আসার আহবান জানায়।

উল্লেখ্যঃ স্বন্দ্বীপ এর অধিবাসি হতদরিদ্র কিডনি রোগী আমেনা বেগম দীর্ঘ ২ মাস ধরে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ভর্তি রয়েছেন। তবে অর্থাভাবে নিয়মিত ডায়লাইসিস হচ্ছিলনা তার। ইতিমধ্যে ভিটে মাটি বিক্রি করে পথে বসেছেন পুরো পরিবার। এ অবস্থায় খবর পেয়ে কিডনি রোগী কল্যাণ সংস্থা অসহায় আমেনা বেগমের চিকিৎসায় হাত বাড়িয়ে দেয়।