করোনামুক্ত বিশ্ব কামনা করে রাঙ্গামাটির ৪০ মন্ডপে শারদীয় দূর্গোৎসবের মহাঅষ্টমী পূজা শুরু


নিজস্ব প্রতিবেদক    |    ০৩:৪৪ পিএম, ২০২০-১০-২৪

করোনামুক্ত বিশ্ব কামনা করে রাঙ্গামাটির ৪০ মন্ডপে শারদীয় দূর্গোৎসবের মহাঅষ্টমী পূজা শুরু

করোনামুক্ত বিশ্ব ও শান্তি কামনায় মা দুর্গা কাছে প্রার্থনা করে রাঙ্গামাটিতে সনাতন সম্প্রদায়ের শারদীয়া দূর্গোৎসবের আজ মহা অষ্টমী পালিত হচ্ছে। সকাল থেকে রাঙ্গামাটির প্রতিটি মন্দিরে মন্দিরে অষ্টমী পূজা অনুষ্ঠিত হয়। দুপুরে অষ্টমী পূজা শেষে অঞ্জলী গ্রহণ করেন সনাতন সম্প্রদায়ের ভক্তগণ।

অঞ্জলী প্রদান অনুষ্ঠানে সনাতন সম্প্রদায়ের ভক্তগণ মা দুর্গার কাছে করোনামুক্ত বাংলাদেশ সহ বিশ্বের করোনা মহামারী যাতে দুর হয়ে যায় তার জন্য প্রার্থনা করেন।

রাঙ্গামাটি জেলায় এবছর ৪০টি মন্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে। সরকারের নির্দেশনা মেনে স্বাস্থ্য বিধিসহ সকল ব্যবস্থা নিয়ে মন্ডপগুলোতে পূজা অনুষ্ঠিত হচ্ছে।