জুরাছড়ি জোন কর্তৃক দরিদ্র শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান


নিজস্ব প্রতিবেদক    |    ০৮:৪৪ পিএম, ২০২৩-০২-০৫

জুরাছড়ি জোন কর্তৃক দরিদ্র শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান

পার্বত্য অঞ্চলে শান্তি সম্প্রীতি উন্নয়নের ধারাবাহিকতায় বাংলাদেশ সেনাবাহিনী সবসময় নিবেদিত ভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় রাঙামাটি রিজিয়নের অধীনস্থ জুরাছড়ি জোন দরিদ্র শিক্ষার্থীদের মাঝে আর্থিক অনুদান প্রদান করেন। 
রবিবার (৫ ফেব্রুয়ারি) জুরাছড়ি জোনের উদ্যোগে দরিদ্র শিক্ষার্থীদের মাঝে আর্থিক অনুদান প্রদানকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জোন কমান্ডার। এছাড়াও স্থানীয় হেডম্যান করুনা ময় চাকমা, বনযোগীছড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেঘবর্ণ চাকমা, রির্সোস সেন্টারের ইন্সট্রাক্টটর মোঃ মরশেদুল আলমসহ সেনাবাহিনীর পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উক্ত সময় বিভিন্ন কলেজ ও স্কুলে ভর্তির জন্য ১৪ জন দরিদ্র শিক্ষার্থীদের পাঁচ হাজার টাকা করে প্রদান করা হয়।
ভারপ্রাপ্ত জোন কমান্ডার বলেন, জুরাছড়ি জোন সব সময় মানুষের পাশে আছে, ভবিষ্যতেও পাশে থাকবে। আজকে যে দরিদ্র শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে এরকম সহায়তা করার জন্য জুরাছড়ি জোন সব সময় প্রস্তুত রয়েছে। ভবিষ্যতেও এধরনের আর্থিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন তিনি।