মারিশ্যা মাঝিপাড়া সীমান্ত সড়কে ক্ষতিগ্রস্তদের মাঝে ১৪ লাখ ৭৮ হাজার টাকা প্রদান


নিজস্ব প্রতিবেদক    |    ০৬:৩৫ পিএম, ২০২৩-০২-০৪

মারিশ্যা মাঝিপাড়া সীমান্ত সড়কে ক্ষতিগ্রস্তদের মাঝে ১৪ লাখ ৭৮ হাজার টাকা প্রদান

বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা মাঝিপাড়া সীমান্ত সড়ক তৈরিতে ক্ষতিগ্রস্ত ১৪ পরিবারের মাঝে নগদ ১৪ লাখ ৭৮ হাজার ৪০০ টাকা হস্তান্তর করা হয়েছে।

৪ ফেব্রুয়ারী শনিবার দুপুরে কচুছড়ি বিজিবি ক্যাম্পের হেলীপ্যাডে ক্ষতিপুরণের এসব টাকা হস্তান্তর করেন সেনাবাহিনীর ২০ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়ন(ইসিবি)র কর্মকর্তা ক্যাপ্টেন মোহাম্মদ সালেহ ।

এসময় ২০ ইসিবির সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ শাহিন সহ স্থানীয় জনপ্রতিনিধিগন উপস্থিত ছিলেন। যথা সময়ে উপযুক্ত ক্ষতি পূরনের টাকা পেয়ে সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন স্থানীয় ইউপি সদস্য প্রিয় বিকাশ চাকমা।

পরে টাকা হস্তান্তর শেষে ২০ ইসিবির ক্যাপ্টেন মোহাম্মদ সালেহ বলেন এই সড়কটি বর্তমান সরকারের একটি অগ্রঅধিকার ভিত্তিক প্রকল্প এই সড়কটি সম্পূর্ণ হলে স্থানীয়দের জীবন মান ও অর্থনৈতিক অবস্থা বদলে যাবে। তাই সড়ক তৈরির শুরু থেকে আপনারা যেভাবে সহযোগীতা করেছেন তাই আমরা আপনাদের নিকট কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। আশাকরি সড়কের কাজ শেষ অবধি সকলেই পাশে থাকবেন।

তিনি বলেন আজ ৬ লাখ ৬৮ হাজার ৪০০ টাকা সহ মোট ২৪ লাখ ৭০ হাজার টাকা ক্ষতিপুরন প্রদান করা হয়েছে।