দেশের অপ-সাংবাদিকতা ঠেকাতে হলে প্রেস কাউন্সিলের ক্ষমতা বাড়াতে হবে


মোঃ সোহরাওয়াদ্দী সাব্বির    |    ০৫:৪৯ পিএম, ২০২৩-০২-০২

দেশের অপ-সাংবাদিকতা ঠেকাতে হলে প্রেস কাউন্সিলের ক্ষমতা বাড়াতে হবে

দেশে বর্তমানে চলমান অপ-সাংবাদিকতা ঠেকাতে হলে প্রেস কাউন্সিলের সক্ষমতা আরো বাড়ানোর দরকার; অন্যথায় দেশে অপসাংবাদিকতা আরো বেড়ে যাবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি নিজামুল হক নাসিম।

বৃহস্পতিবার বিকেলে রাঙামাটি প্রেসক্লাবে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রেস কাউন্সিল চেয়ারম্যান আরো বলেন দেশের অপ-সাংবাদিকতা ঠেকাতে হলে প্রেস কাউন্সিলের বিদ্যমান আইনগুলো অবশ্যই সংশোধন করা প্রয়োজন।

এছাড়াও বর্তমানে প্রেসকাউন্সিলের সংশোধিত আইনটি বর্তমানে পাশের জন্য মন্ত্রী সভায় অনুমোদনের অপেক্ষায় থাকলেও কবে এই আইন জাতীয় সংসদে পাশ হবে তা জানি না। তবে প্রেসকাউন্সিল আশা করছে দেশের সাংবাদিকদের স্বার্থে দ্রুত এই আইনটি পাশ হওয়া প্রয়োজন। 

বৃহস্পতিবার রাঙামাটিতে বেড়াতে আসলে প্রেস কাউন্সিল চেয়ারম্যানকে সংবর্ধনার আয়োজন করে রাঙামাটি প্রেসক্লাব কর্তৃপক্ষ। প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল এর সভাপতিত্বে উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রবীণ সাংবাদিক একেএম মকছুদ আহম্মেদসহ প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যগণ এসময় উপস্থিত ছিলেন।

সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতেই প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো.নিজামুল হক নাসিমকে রাঙামাটি প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রেস কাউন্সিল চেয়ারম্যান আরো বলেন, প্রেস কাউন্সিলের প্রধান কাজ সাংবাদিকদের মানোন্নয়ন করা, এজন্য সাংবাদিকদের ডাটাবেজ তৈরির কার্যক্রম শুরু হয়েছে। ডাটাবেজ তৈরি হওয়া মানেই এ পেশার আনুষ্ঠানিক পরিচিতি প্রদান করা। এই কাজটি বর্তমানে চলমান রয়েছে। এটি সম্পূর্ণ হলে সাংবাদিকতা আরো সহজ হবে অনেকাংশে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রেস কাউন্সিল চেয়ারম্যান বিচারপতি মো নিজামুল হক নাসিম বলেন,প্রেস কাউন্সিল শুধু প্রিন্টমিডিয়া ও তার অনলাইন ভার্সনের বিষয়ে পদক্ষেপ নিতে পারে।