নিজস্ব প্রতিবেদক | ০৮:২২ পিএম, ২০২৩-০১-৩১
রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) অফিসার্স এসোসিয়েশনের নির্বাচনে নবনির্বাচিত সদস্যদের অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান হয়েছে।
সোমবার রাবিপ্রবি’র দীপংকর তালুকদার ভবনের সম্মেলন কক্ষে অনাড়ম্বর পরিবেশে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. সেলিনা আখতার ।
এতে বিশেষ অতিথি ছিলেন রাবিপ্রবি’র প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাঞ্চন চাকমা, রেজিস্ট্রার মোহাম্মদ ইউসুফ, সহকারী প্রক্টর ও নির্বাচন কমিশনার সূচনা আখতার ও ড. নিখিল চাকমা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাবিপ্রবি’র প্রক্টর ও প্রধান নির্বাচন কমিশনার জুয়েল সিকদার।
অনুষ্ঠানের শুরুতেই প্রধান নির্বাচন কমিশনার অফিসার্স এসোসিয়েশনের সদস্যবৃন্দদের শপথ বাক্য পাঠ করান।
রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলর নবগঠিত অফিসার্স এসোসিয়েশনের সদস্যবৃন্দদের শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং এসোসিয়েশনের উত্তরোত্তর সফলতা কামনা করেন। তিনি এসোসিয়েশনের সকলকে গঠনতন্ত্র অনুযায়ী তথা বিশ্ববিদ্যালয়ের স্বার্থকে প্রাধান্য দিয়ে একতাবদ্ধ থেকে কাজ করার জন্য উৎসাহিত করেন। যাতে বিশ্ববিদ্যালয় ও দেশের উন্নয়নে অফিসার্স এসোসিয়েশন অগ্রনী ভূমিকা পালন করতে পারে এবং বিশ্ববিদ্যালয়ের সুনাম অর্জিত হয়।
এছাড়াও বিশেষ অতিথি প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাঞ্চন চাকমা, রেজিস্ট্রার মোহাম্মদ ইউসুফ এবং অন্যান্য অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে নবগঠিত অফিসার্স এসোসিয়শনের সদস্যবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। উল্লেখ্য যে, গত ২৪ জানুয়ারি রাবিপ্রবি অফিসার্স এসোসিয়েশনের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়।
নিজস্ব প্রতিবেদক : রাঙ্গামাটির লংগদুতে উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে মাধ্যমিক সমমান ও উচ্চ মাধ্যমিক&...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির কাপ্তাই উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে সোমবার (২০ মার্চ) বঙ্গবন্ধু মেধ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া বাজারে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড আউটলেট শাখা উদ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বান্দরবানের প্রধানমন্ত্রী ঘর পাচ্ছেন ৪৩০টি ভূমিহীন ও গৃহহীন পরিবার। এই উপলক্ষ্যে প্রধানমন্ত্রী...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক সৈয়দ আহ...বিস্তারিত
গোলামুর রহমান-লংগদু : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরেই ১৯৭২ সালের ২০ শে ফেব্রুয়ারি তৎকালীন নোয়াখাল...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2023 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited