পাহাড়ের হেডম্যান কার্বারীদের সম্মানী বৃদ্ধিতে সরকার সম্মতি!


নিজস্ব প্রতিবেদক    |    ১০:১৯ পিএম, ২০২৩-০১-২৯

পাহাড়ের হেডম্যান কার্বারীদের সম্মানী বৃদ্ধিতে  সরকার সম্মতি!

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। 
রবিবার (২৯ জানুয়ারি) সকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সভাকক্ষে (এনেক্স ভবন) এই সভা অনুষ্ঠিত হয়।  রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরীর সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহা: আশরাফুল ইসলাম এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক নাসরীন সুলতানা (শিক্ষা ও আইসিটি), নির্বাহী কর্মকর্তা নূরুদ্দীন মোঃ শিবলী নোমান, জেলা ট্যুরিষ্ট পুলিশের মোঃ বিল্লাল হোসেনসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় কর্মকর্তা ও প্রতিনিধিরা।
অতিরিক্ত জেলা প্রশাসক নাসরীন সুলতানা (শিক্ষা ও আইসিটি) হাইকোর্টের নির্দেশে কাপ্তাই লেকের অবৈধ স্থাপনা  উচ্ছেদের বিষয়টি সভায় উপস্থাপন করেন এবং এ বিষয়ে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
সহকারি পরিচালক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জানান যে, ইতোমধ্যে রাজস্থলী ও লংগদু উপজেলায় নতুন ফায়ার স্টেশনের অবকাঠামো নির্মাণ কাজ সমাপ্ত হয়েছে। যথাশীঘ্র সম্ভব এ নতুন ফায়ার স্টেশন উদ্বোধন করার ব্যবস্থা গ্রহণ করা হবে। 
কমিশনার গার্ল গাইডস্ এসোসিয়েশন জানান যে, ২-৮ ফেব্রুয়ারি ২০২৩ সালে ভারতের মধ্য প্রদেশে অনুষ্ঠিতব্য ২৪তম আন্তর্জাতিক এডভেঞ্চার ক্যাম্পে রাঙ্গামাটি পার্বত্য জেলার ৩ জন গাইড বিভিন্ন ক্যাটাগরিতে এডভেন্সার প্রোগ্রামে অংশগ্রহণের জন্য নির্বাচিত হয়েছে। নির্বাচিতরা হলেন কলেজ ক্যাটাগরীতে রেঞ্জার সিদ্ধাঙ্গনা চাকমা, বিজ্ঞ পার্টিতে আসামবস্তী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী জুনি চাকমা এবং রানী দয়াময়ী স্কুলের ছাত্র গাইডার চন্দ্র চাকমা।
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জানান যে, রাঙামাটি পার্বত্য জেলার ৪ জন শিশু জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় পুরস্কার লাভ করেছে। তাদের মধ্যে দেশাত্ববোধক সংগীতে জাতীয় পর্যায়ে প্রথম হয়েছে প্রজ্ঞা চাকমা এবং দ্বিতীয় হয়েছে পুরেন্তি চাকমা, জাতীয় পর্যায়ে অভিনয়ে তৃতীয় হয়েছে তাইফা তাবাসসুম এবং উচ্চাংগ সংগীতে তৃতীয় হয়েছে পৃথ্বিরাজ সাহা।
নির্বাহী প্রকৌশলী বিদ্যুৎ বিতরণ বিভাগ জানান যে, বিদ্যুৎ বিভাগে এখন গ্রাহকসেবা নিশ্চিত করার জন্য হটলাইন নাম্বার চালু করা হয়েছে। এখন থেকে গ্রাহকসেবা সংক্রান্ত যে কোন বিষয়ে ১৬২০০ নাম্বারে ফোন করা যাবে।
সভাপতির বক্তব্যে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরীর বলেন, পার্বত্য রাঙামাটি আসনের সাংসদ দীপংকর তালুকদারের মহান জাতীয় সংসদে উত্থাপিত প্রস্তাব মোতাবেক পার্বত্য এলাকার হেডম্যান কার্বারীদের সম্মানী বিদ্যমান হারের দ্বিগুণ করার জন্য সরকার সম্মতি জ্ঞাপন করেছে। বিষয়টি কার্যকর করার লক্ষ্যে জেলা প্রশাসনের মাধ্যমে আনুষঙ্গিক কার্যক্রম চলছে এবং খুব শীঘ্র বর্ধিত হারে ভাতা প্রদান শুরু হবে।
বিভাগ ভিত্তিক আলোচনায় বিভিন্ন দপ্তর প্রধানগণ আলোচনায় অংশ নেন এবং স্ব স্ব বিভাগের কার্যক্রম উপস্থাপন করেন।