পিসিপি নেতা রতন হত্যাকান্ডের ৩ দিন পর মামলা


বাঘাইছড়ি প্রতিনিধি    |    ১০:৩১ পিএম, ২০২০-১০-২৩

পিসিপি নেতা রতন হত্যাকান্ডের ৩ দিন পর মামলা

বাঘাইছড়িতে জনসংহতি সমিতির (এমএন লারমা) সমর্থিত পাহাড়ী ছাত্র পরিষদের কাচালং সরকারী কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক রতন চাকমাকে গুলি করে হত্যার তিন দিন পর নিহত রতন চাকমার সহকর্মী হিমেল চাকমা বাদী হয়ে বাঘাইছড়ি থানায় মামলা করেছেন। ২৩ অক্টোবর শুক্রবার রাত ৮ঃ৩০ ঘটিকায় ধারাঃ-১৪৮,১৪৯,৩০২/৩৪ দণ্ডবিধি -১৮৬০ সাল উল্লেখিত মামলায় ২৩ জন হত্যাকারীর নাম উল্লেখ সহ অজ্ঞাত -৮/১০ জনকে আসামী করা হয়।

প্রসঙ্গত, ২০ অক্টোবর দুপুরে উপজেলার বাবু পাড়ায় মোটর সাইকেল যোগে এসে তিন দুর্বৃত্ত অতর্কিত ব্রাশ ফায়ার করে। এসময় জনসংহতি সমিতির দুই শাখা জেএসএস (সন্তু) ও এমএন লারমা দলের মধ্যে শতাধিক রাউন্ড গুলি বিনিময়ের ঘটনা ঘটে এতে বুকে গুলিবিদ্ধ হয়ে রতন চাকমা ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।  

বাঘাইছড়ি থানার ওসি মোঃ আশরাফ উদ্দিন মামলার বিষয়টি নিশ্চিত করেন।