রাঙামাটিতে মরহুম হাজী আব্দুল বারী মাতাব্বর স্মৃতি শর্ট পিচ নাইট ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন


মোঃ সোহরাওয়াদ্দী সাব্বির    |    ০৪:৪০ পিএম, ২০২৩-০১-১৫

রাঙামাটিতে মরহুম হাজী আব্দুল বারী মাতাব্বর স্মৃতি শর্ট পিচ নাইট ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

রাঙামাটিতে মরহুম হাজী আব্দুল বারী মাতাব্বর স্মৃতি শর্ট পিচ নাইট ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে।
রোববার বিকেলেআমানতবাগ স্পোর্টিং ক্লাবের আয়োজন ও মরহুম হাজী আব্দুল বারী মাতাব্বর ফাউন্ডেশন এর সার্বিক সহযোগিতায় রাঙামাটি সরকারী কলেজে মাঠে এই শর্টরপিচ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন রাঙামাটি সরকারি কলেজের প্রফেসর তুষার কান্তি বড়ুয়া। 
এতে আমানাতবাগ স্পোর্টিং ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম রনি'র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন,  রাঙামাটি জেলা পরিষদ সদস্য হাজী মুছা মাতাব্বর। 
উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তৃতায়  তিনি বলেন,  দেশকে মাদকমুক্ত ও সমাজকে অবক্ষয় থেকে রক্ষা করতে, খেলাই একমাত্র মাধ্যম যা মাদক থেকে দূরে রাখতে পারে যুব সমাজকে। তাই খেলাধুলার কোনো বিকল্প নেই। এলাকার তরুণ প্রজন্ম কে মাদকের ভয়াল ছোবল থেকে   দূরে রাখতে ও মাদকমুক্ত সমাজ গড়তে সবাইকে খেলাধুলায় আরও বেশি করে সম্পৃক্ত করতে এই টুর্নামেন্টের প্রয়োজন বলে উল্লেখ করেন। 
এসময়  অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা ফুটবল একাডেমির পরিচালক ওয়াশিংটন চাকমা,   আমানতবাগ স্পোর্টিং ক্লাবের প্রধান উপদেষ্টা মো. আব্দুল শুক্কুর, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. হান্নান, রাঙামাটি জেলা  আম্পায়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন সোহেল, জেলা ক্রীড়া সংস্থার সদস্য মো.  আবু তৈয়ব,  সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি শাহ এমরান রোকন, জেলা ছাত্রলীগের   সাবেক সাধারণ সম্পাদক সাইফুল আলম সাইফুল প্রমূখ।
অনুষ্ঠানের সঞ্চালনা  করেন,  আমানতবাগ স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক মো পারভেজ। এই খেলাই মোট ১৬ দল অংশ নেন।