বেতবুনিয়ায় পুলিশ ট্রেনিং সেন্টারে নারীপূলিশসহ গুলিবিদ্ধ-৩


আলমগীর মানিক    |    ০২:৫৮ পিএম, ২০২৩-০১-১০

বেতবুনিয়ায় পুলিশ ট্রেনিং সেন্টারে নারীপূলিশসহ গুলিবিদ্ধ-৩

আলমগীর মানিক

রাঙ্গামা‌টির কাউখালী উপ‌জেলার বেতবু‌নিয়ায় অব‌স্থিত পু‌লিশ;স্পেশাল ট্রেনিং সেন্টার(‌পিএস‌টিএস) এ বা‌র্ষিক ফায়ারিং প্রশিক্ষনের সময় একজন নারী পু‌লিশসহ তিনজন গু‌লি‌বিদ্ধ হ‌য়ে‌ছে। 

আজ মঙ্গলবার দুপু‌রে এ ঘটনা ঘ‌টে। ঘটনাস্থ‌লে উপ‌স্থিত প্রশিক্ষ‌নের টীম লিডার সহকারী ক‌মিশনার ডি‌বি প‌শ্চিম,সিএমপি ‌মোঃ তা‌রেক আ‌জিজ ও কাউখালী থানার অ‌ফিসার ইনচার্জ পার‌ভেজ আলী ঘটনার সত‌্যতা স্বীকার ক‌রে‌ছেন। 

পু‌লিশ সু‌ত্রে জানাযায় চট্টগ্রাম মে‌ট্রোপ‌লিটন পু‌লি‌শের এক‌টি টীম বা‌র্ষিক ফায়ার প্রশিক্ষ‌নের জন‌্য আজ সকা‌লে বেতবু‌নিয়া পু‌লিশ স্পেশাল ট্রেনিং সেন্টা‌রে আ‌সে। তারা যথা‌নিয়‌মে ফায়া‌রিং প্রশিক্ষনও শুরু ক‌রে। চট্টগ্রাম পু‌লিশ লাইন‌সের‌ নারী কন‌স্টেবল নার‌গিছ আক্তার(৬১৫১) ফায়া‌রিং শুরু কর‌লে হঠাৎ মাথা ঘুরে প‌ড়ে গে‌লে তার হা‌তে থাকা অ‌স্ত্রও ঘু‌রে যায়। 

এ‌তে তার হা‌তে থাকার অ‌স্ত্রের গু‌লি‌তে চট্টগ্রা‌মের পাহাড়তলী থানার নারী কন‌স্টেবল মিনুআরা,(৪৭০৮) বাক‌লিয়া থানার কন‌স্টেবল অ‌ভি বড়ুয়া (৫১২৬) ও সুমন (৪৪৯৩) শরী‌রের বি‌ভিন্নস্থা‌নে গু‌লি‌বিদ্ধ হয়। প‌ড়ে অন‌্যান‌্য সঙ্গীয় ফোসরা তা‌দের উদ্ধার ক‌রে চট্টগ্রাম মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে প্রেরন ক‌রে।