বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস সীমিত আকারে পালন করবে জেলা পরিষদ


নিজস্ব প্রতিবেদক    |    ০৮:৫৯ পিএম, ২০২০-১০-২২

বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস সীমিত আকারে পালন করবে জেলা পরিষদ

বৃহস্পতিবার (২২অক্টোবর) সকালে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সভাকক্ষে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস ২০২০ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিসভা রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা-র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে । 

সভায় সরকারি নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি অনুসরণ করে সীমিত আকারে কর্মসূচি পালনের সিদ্বান্ত নেওয়া হয়। সর্বোচ্চ ১০০-১৫০ জন অংশগ্রহণকারী নিয়ে দিবসটি জেলা পরিষদ এনেক্স ভবনে ১লা নভেম্বর পালনের সিদ্বান্ত নেওয়া হয়েছে। অনুষ্ঠানে পায়রা, বেলুন ও ফেস্টুন উড়িয়ে ক্রেস্ট ও চেক  প্রদানের মাধ্যমে উদযাপন করা হবে। 

প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের ডেপুটি কো-অর্ডিনেটর মোঃ নুরুল ইসলাম, সহকারি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জবা রাণী বড়–য়া, সিনিয়র প্রশিক্ষক ভ্যালেন্তিনা চাকমা, সিনিয়র প্রশিক্ষক পরেশ দেওয়ান, প্রশিক্ষক শামীম আরা চৌধুরী, সহকারি প্রশিক্ষক মোঃ ইকবাল হোসেন, জেলা আনসার এর সহকারী জেলা কমান্ডেন্ট মোঃ আব্দুল মোন্তাকিম, সমাজসেবা অধিদপ্তর এর সহকারী পরিচালক বিশ^জিত চাকমা, প্রশিক্ষক মোঃ গোলাম মোস্তফা ও এনজিও শান্তির আলো নির্বাহী পরিচালক নিরুপম চাকমা।