বাঘাইছড়িতে প্রধান শিক্ষককে কুপিয়ে জখম!


বাঘাইছড়ি প্রতিনিধি    |    ০২:৪৩ পিএম, ২০২০-১০-২২

বাঘাইছড়িতে প্রধান শিক্ষককে কুপিয়ে জখম!

বাঘাইছড়ি উপজেলার খেদারমারা ইউনিয়নের ইসলামাবাদ গ্রামের বাসিন্দা ও মাহিল্লা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আবুল কালাম আজাদ (৪০), পিতা- মুক্তিযোদ্ধা মোঃ আবু সৈয়দ এর মালিকানাধীন পুকুরে প্রতিবেশী সোহেল (৩০) জাল ফেলে মাছ ধরে। এসময় মালিকপক্ষ বাধা প্রদান করে। কথা কাটাকাটির এক পর্যায়ে  সোহেল ধাড়ালো অস্ত্র দিয়ে শিক্ষক আবুল কালাম আজাদকে কুপিয়ে আহত করে।

ঘটনাটি ২১ অক্টোবর সন্ধ্যা ৭ ঘটিকায় সংঘটিত হয় পরে আহত শিক্ষককে উদ্ধার করে সকাল ৮ ঘটিকায় বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। তিনি বর্তমানে চিকিৎসাধীন আছেন তবে আশাঙ্কামুক্ত।

মুক্তিযোদ্ধার সন্তান ও শিক্ষককে আহত করার প্রেক্ষিতে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ পরিলক্ষিত হচ্ছে। এ বিষয়ে উপজেলা প্রাথমিক  শিক্ষা অফিসার মোঃ জয়নাল আবেদিন বলেন, বিষয়টি আমাকে কেউ জানায়নি তবে বিদ্যালয় বন্ধ থাকায় বিষয়টি তাদের পারিবারিক সমস্যা বলে দাবী করেন তিনি।

বাঘাইছড়ি থানার ওসি মোঃ আশরাফ উদ্দিন বলেন, বিষয়টি আমি শুনেছি তবে এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নিবো।