চলন্ত গাড়িতে কলেজ ছাত্রীকে ধর্ষণের চেষ্টায় আটককৃতদের রিমান্ড আবেদন করবে পুলিশ


কাপ্তাই প্রতিনিধি    |    ১০:২৩ পিএম, ২০২০-১০-২১

চলন্ত গাড়িতে কলেজ ছাত্রীকে ধর্ষণের চেষ্টায় আটককৃতদের রিমান্ড আবেদন করবে পুলিশ

বাঙ্গালহালিয়া থেকে চন্দ্রঘোনা ফেরার পথে গাড়িতে একা পেয়ে উপজাতীয় কলেজছাত্রীকে ধর্ষণের চেষ্টায় আটক হওয়া সিএনজি চালক শাহিন ও সওকতকে বুধবার (২১ই অক্টোবর) রাঙামাটি আদালতে তোলা হয়। মো. শাহিন রাঙ্গুনিয়ার পূর্ব কোদালা এলাকার মৃত আবু বকর সিদ্দিকের ছেলে এবং শওকত হোসেন রাঙ্গুনিয়ার সন্দিপ পাড়ার আকবর হোসেনের ছেলে।

চন্দ্রঘোনা থানা অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী জানান, বুধবার দুপুরে রাঙামাটি আমলী আদালতের মো. অফিজের ব্যাঞ্চে তোলা হয় আটক হওয়া সিএনজি চালক শাহীন ও সওকতকে। আটক হওয়া দুই সিএনজি চালকের রিমান্ড আবেদন করা হবে বলে জানান তিনি। 

এদিকে এ ঘটনায় বৃহস্পতিবার (২২ই অক্টোবর) সকাল ৯টায় বাঙ্গালহালিয়া সরকারি কলেজ প্রাঙ্গণে চন্দ্রঘোনা থানাধীন ৩২০ নং কাঁকড়াছড়ি মৌজার হেডম্যান অংটি চৌধুরী নেতৃত্বে ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গণমিছিল ও প্রতিবাদী অবস্থান পালিত হওয়ার কথা রয়েছে। 

ওসি ইকবাল জানান প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বলেন, বাঙ্গালহালিয়া থেকে চন্দ্রঘোনা ফেরার পথে রাইখালী-বান্দরবান সড়কের ‘সি ও সাইড’ রাস্তা উপর এসে আসামীরা ধর্ষণের চেষ্টা করলে ভিকটিম চলন্ত গাড়ি থেকে লাফ দেয়। এসময় ভিকটিম চোখ, মুখ, পিঠ, কান এবং দুই হাটুতে আঘাতপ্রাপ্ত হয়। পরে বিপরীত দিক থেকে আসা একটি বাসে সম্ভ্রম রক্ষার্থে উঠে পড়ে। এ ঘটনায় বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ (৪)(খ)/৩০ ধারায় বিরুদ্ধে দায়ের করা মামলায় তাদের রাঙামাটি আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানা তিনি।