শ্রমিকের ঐক্যের শক্তি বৃহৎ শক্তি, এই শক্তি গর্জে উঠলে দেশের দুঃশাসন পতন ঘটবে


নিজস্ব প্রতিবেদক    |    ০৭:৩০ পিএম, ২০২২-১২-০৫

শ্রমিকের ঐক্যের শক্তি বৃহৎ শক্তি, এই শক্তি গর্জে উঠলে দেশের দুঃশাসন পতন ঘটবে

সারাদেশের ন্যায় রাঙামাটির মেহনতি মানুষরাও তাদের জীবন জীবিকা নিয়ে চরম কষ্টাবস্থায় দিন কাটাচ্ছে। শ্রমিকের ঐক্যের শক্তি বৃহৎ শক্তি, এই শক্তি গর্জে উঠলে দেশের এই দুঃশাসন পতন ঘটবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদলের কেন্দ্রীয় নেতা ও রাঙামাটি জেলা শ্রমিকদলের সভাপতি মমতাজ মিয়া।
সোমবার ( ০৫ ডিসেম্বর)   রাতে রাঙামাটি শহরের কলেজ গেইট মোটেল জর্জ হল রুমে   ০৯নং ওয়ার্ড শ্রমিকদলের সম্মেলন ও কমিটি গঠন নিয়ে  আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন ।
এতে তিনি  বলেন, সারাদেশের ন্যায় রাঙামাটিতেও সাধারণ মেহনতি মানুষগুলো শান্তিতে নেই। প্রতিদিনই নিত্যপণ্যের দাম বাড়ছে। চালের দাম বৃদ্ধি হয়েছে। তিনি আরো বলেন,  নির্মাণ সামগ্রীর দাম বেড়ে যাওয়ায় বিভিন্ন ঠিকাদারী কাজগুলো বন্ধ করে রাখা হয়েছে এতে করে সাধারণ খেটে খাওয়া শ্রমিক ভাইয়েরা অর্ধাহারে অনাহারে দিন কাটাচ্ছে।  তাই এই  সরকারকে সম্মিলিতভাবে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে ক্ষমতা থেকে বিদায় দেওয়ার জন্য শ্রমিকদের রাজপথে নামার আহবান জানিয়েছেন শ্রমিকদলের সভাপতি মমতাজ মিয়া।
এসময় রাঙামাটি ০৯নং ওয়ার্ড সভাপতি মো. ইদ্রিস হাওলাদার এর সভাপতিত্বে  সভায়  উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা শ্রমিকদলের সিনিয়র সহ-সভাপতি রবিউল আলম রবি, রাঙামাটি নগর বিএনপি সিনিয়র সহ-সভাপতি মো. বাচ্চু মিয়া,  রাঙামাটি শহরের ০৯নং ওয়ার্ড সভাপতি মো. মহসিন,  সাধারণ সম্পাদক মো. কবির আহম্মদ, সাংগঠনিক সম্পাদক মো. কাদেমুল ইসলাম,  জেলা নগর শ্রমিক দলের সভাপতি  মোজাফফর আহম্মেদ সহ ০৯নং ওয়ার্ডের নেতাকর্মীরা।
আলোচনা শেষে সভাপতি মো. আমির হোসেন খলিফা সভাপতি, আমির হোসেন হাওলাদার  সাধারণ সম্পাদক ও মো মামুন বিশ্বাসকে সাংগঠনিক সম্পাদক  করে ০৯নং ওয়ার্ডের বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদলের ৫১ সদস্য বিশিষ্ট্য ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে।