তেল বিক্রিতে কারচুপি, কাপ্তাইয়ের আশা অয়েলকে জরিমানা


নিজস্ব প্রতিবেদক    |    ০৭:৪৫ পিএম, ২০২২-১২-০৩

তেল বিক্রিতে কারচুপি, কাপ্তাইয়ের আশা অয়েলকে জরিমানা

তেল বিক্রিতে কারচুপির সত্যতা পেয়ে কাপ্তাই বড়ইছড়ি সদরের আশা অয়েলকে ৫ হাজার টাকা জরিমানা করলো রাঙামাটি জেলা ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর।

শনিবার (৩ ডিসেম্বর) রাঙামাটি জেলা ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর এর সহকারি পরিচালক রানা দেবনাথ উপস্থিত থেকে এই বাজার তদারকিমুলক অভিযান পরিচালনা করেন।

এসময় কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্স এর ক্যান্টিনে মেয়াদউত্তীর্ণ কোমল পানীয় বিক্রির অভিযোগ পেয়ে অভিযান চালায় ভোক্তা অধিকার। এর সত্যতা পেয়ে ওই ক্যান্টিনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া কাপ্তাই বড়ইছড়ি বাজারে অভিযান চালিয়ে মেয়াদ বিহীন পণ্য বিক্রির অভিযোগে আরোও ২ টি প্রতিষ্ঠানকে  ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে রাঙামাটি জেলা ভোক্তা সংরক্ষন অধিদপ্তরের সহকারি পরিচালক রানা দেবনাথ বলেন, কাপ্তাইয়ে নিরাপদ খাদ্য নিশ্চিতে এবং ভোক্তার অধিকার সংরক্ষণে প্রতিনিয়তে এইধরনের বাজার তদারকিমুলক অভিযান পরিচালনা করা হবে।

অভিযানে  প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন কাপ্তাই উপজেলা  নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ ইলিয়াছ। এইসময় কাপ্তাই থানার  পুলিশ সদস্যরা অভিযানে  সহযোগিতা করেন।