শান্তি চুক্তির ২৫ বছর পূর্তি উপলক্ষে লংগদু জোন কর্তৃক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত


লংগদু প্রতিনিধি    |    ০৭:৫২ পিএম, ২০২২-১১-২৬

শান্তি চুক্তির ২৫ বছর পূর্তি উপলক্ষে লংগদু জোন কর্তৃক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

রাঙামাটির লংগদু উপজেলায় লংগদু সেনা জোনের উদ্যোগে পার্বত্য শান্তিচুক্তির ২৫ বছর পূর্তি উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে।

শনিবার (২৬ নভেম্বর)  দুপুরের লংগদু জোনের ট্রেনিং মাঠে উক্ত প্রীতি ফুটবল ম্যাচ খেলা অনুষ্ঠিত হয়।

এসময় লংগদু উপজেলা মাইনীমুখ একাদশ  বনাম লংগদু একাদশ পার্বত্য শান্তি চুক্তির ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচে অংশগ্রহণ করে। 

অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  লংগদু জোন অধিনায়ক লে: কর্নেল জনাব মোঃ হিমেল মিয়া (পিএসসি)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,লংগদু জোনের উপ অধিনায়ক (ভারপ্রাপ্ত) মেজর খালেদ, ক্যাপ্টেন ইহসানুল হক, আরএমও মো: জোবায়ের হোসেন, মাইনীমুখ ইউনিয়নের চেয়ারম্যান কামাল হোসেন কমল,  লংগদু ইউনিয়নের চেয়ারম্যান বিক্রম চাকমা বলি উপস্থিত ছিলেন। 

এছাড়াও ফুটবল প্রেমী শতাধিক লোক জন ফুটবল মাঠের বাইরে থেকে খেলা উপভোগ করেন। উক্ত প্রীতি ফুটবল ম্যাচ প্রতিযোগিতায় লংগদু একাদশ চ্যাম্পিয়ন ০২ মাইনীমুখ একাদশ রানার আপ ০১ গোলে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে।