বান্দরবানে শিক্ষাসহ সকল ক্ষেত্রে সরকারের উন্নয়নের সুফল জনগণ পাচ্ছে: বীর বাহাদুর


নুরুল কবির    |    ০১:১৬ এএম, ২০২২-১১-২৬

বান্দরবানে শিক্ষাসহ সকল ক্ষেত্রে সরকারের উন্নয়নের সুফল জনগণ পাচ্ছে: বীর বাহাদুর

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, আওয়ামীলীগ সরকার বান্দরবানসহ পার্বত‍্য চট্টগ্রামের উন্নয়নে আন্তরিক। ইতিমধ্যে সরকারের বাস্তবায়িত বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সুফল জনগণ পাচ্ছে। তিনি বলেন, সরকার পাহাড়ে শিক্ষা, স্বাস্থ‍্যসহ সব ক্ষেত্রেই উন্নয়ন করেছে। এ ধারা অব‍্যহত রাখতে তাই আগামী জাতীয় নির্বাচনেও আওয়ামীলীগকে ভোট দিয়ে জয়ী করার আহ্বান জানান।

শুক্রবার (২৫ নভেম্বর) সকালে  সদর উপজেলার সুয়ালকে প্রায় ২কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে ম্রো আবাসিক উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ও কারিগরী শিক্ষা ভবনসহ ৪টি উন্নয়ন প্রকল্প উদ্বোধনকালে এসব কথা বলেন।

এর আগে পার্বত‍্যমন্ত্রী সুয়ালক ম্রো আবাসিক বিদ‍্যালয়ের চারটি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন। পার্বত‍্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের (সিএইচটিডিবি) তত্ত্বাবধানে এ চারটি প্রকল্প বাস্তবায়ন করা হয়। সিএইচটিডিবি বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াসির আরাফাত জানান, দুই কোটি ৭৯ লাখ টাকা ব‍্যয়ে প্রকল্পগুলো বাস্তবায়ন করা হয়। এগুলো হলো- এক কোটি টাকা ব‍্যয়ে ম্রো আবাসিক বিদ‍্যালয়ের ছাত্রাবাস ভবন নির্মাণ, ৯৯ লাখ টাকা ব‍্যয়ে বিদ‍্যালয়ের কারিগরি ভবন নির্মাণ, ৪০ লাখ টাকা ব‍্যয়ে বিদ‍্যালয়ের মিলনায়তন নির্মাণ এবং ৪০ লাখ টাকা ব‍্যয়ে বিদ‍্যালয়ের সীমানা প্রিচীর, গেইট নির্মাণ।

উদ্বোধনী অনুষ্ঠানে সিএইচটিডিবি এর চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, পুলিশ সুপার মো: তারিকুল ইসলামসহ বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

সিএইচটিডিবি বান্দরবান ইউনিট সূত্রে জানা গেছে, বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড (সিএইচটিডিবি) ম্রো জনগোষ্ঠীর জন্য বিশেষায়িত এই শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়নে এসব প্রকল্প বাস্তবায়ন করে। ১৯৮০ সালে ৫০ জন শিক্ষার্থী নিয়ে এ শিক্ষা প্রতিষ্ঠান চালু হয়। বর্তমানে এখানে তিন শতাধিক শিক্ষার্থী লেখাপড়া করছে। সম্পূর্ণ আবাসিক এ বিদ‍্যালয়ের সব ছাত্রছাত্রী ম্রো জনগোষ্ঠিভুক্ত।

পরে পার্বত‍্যমন্ত্রী ম্রো আবাসিক বিদ্যালয়ের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত দিনব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠানমালার উদ্বোধন করেন।