রাঙামাটিতে ২দিনব্যাপি জেলা সাহিত্য মেলা শুরু


নিজস্ব প্রতিবেদক    |    ১২:৪৩ পিএম, ২০২২-১১-২২

রাঙামাটিতে ২দিনব্যাপি জেলা সাহিত্য মেলা শুরু

রাঙামাটিতে দুই দিনব্যাপি জেলা সাহিত্য মেলা ২০২২ শুরু হয়েছে।  
মঙ্গলবার সকালে জেলা পর্যায়ে সাহিত্যিকদের সৃষ্টিকর্ম জাতীয় পর্যায়ে তুলে ধরার লক্ষ্যে
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় রাঙামাটি 
জেলা শিল্পকলা একাডেমি এবং বাংলা একাডেমির সমন্বয়ে  রাঙামাটির  বীর মুক্তিযোদ্ধা শহীদ এম আবদুল আলী মঞ্চে এই মেলা শুরু হয়।

জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্যে দিয়ে এই মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর পর স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 
পরে রাঙামাটি প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
এতে উপস্থিত ছিলেন, বাংলা একাডেমির  সংস্কৃতি উপবিভাগ উপ-পরিচালক ড. মোঃ শরিফুল ইসলাম (সাইমন জাকারিয়া), সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব  বাবুল মিয়া, 
অতিরিক্ত জেলা নাসরিন সুলতানা,   পুলিশ সুপার মীর আবু তৌহিদ,   জেলা শিক্ষা অফিসার মৃদুল কান্তি তালুকদার, আঞ্চলিক পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাজী কামাল উদ্দিন, মুক্তিযোদ্ধা, সাংবাদিক সহ জেলা এবং উপজেলার কবি ,সাহিত্যিক ও সাংস্কৃতিক কর্মীরা ।

২দিন ব্যাপী অনুষ্ঠানে রয়েছে প্রবন্ধ পাঠ, আলোচনা সভা, লেখক কর্মশালা, স্থানীয় লেখকদের স্বরচিত কবিতা পাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি।