শহরে মাতাল চালকের অটোরিকশার ধাক্কায় পরিবার পরিকল্পনা অফিসার গুরুতর আহত


নিজস্ব প্রতিবেদক    |    ১০:৫১ পিএম, ২০২০-১০-১৯

শহরে মাতাল চালকের অটোরিকশার ধাক্কায় পরিবার পরিকল্পনা অফিসার গুরুতর আহত

রাঙামাটি শহরে অটোরিকশা ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ১ জন মোটর সাইকেল আরোহী গুরুতর আহত হয়েছে।সোমবার ৮ টায় আঞ্চলিক পরিষদের রেষ্ট হাউজের সামনে এই দুর্ঘটনা ঘটে। অটোরিকশা চালক মাতাল অবস্থায় ছিল বলে জানা গেছে।  

গুরুতর আহত হলেন, বাঘাইছড়ি পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অফিসার কিরন চাকমা(৪০)। অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাঙামাটি সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে চট্রগ্রাম মেডিকেল হাসপাতালে প্রেরন করা হয়েছে।

স্থানীয়রা জানায়, অটোরিকশা(রাঙামাটি থ-১১০৬) চালক মাতাল অবস্থায় মোটর সাইকেলকে(রাঙামাটি হ-১২-১২০৯) মুখোমুখি মেরে দেয়। পরে তাকে রাঙামাটি সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

মাতাল অটোরিকশা চালক রাজমনি পাড়ার বৃষমনি চাকমার ছেলে জয় চাকমা(২১)। অটোরিকশা চালককে কোতোয়ালী থানার এ এস আই মিজান থানায় নিয়ে যায়। তবে এখনো পর্যন্ত কোন মামলা দায়ের করা হয়নি বলে কোতোয়ালী থানা সূত্রে জানা যায়।