রাঙামাটিতে নানা কর্মসূচীতে জাতীয় বধির দিবস পালিত


ইকবাল হোসেন    |    ০৭:৫৭ পিএম, ২০২০-১০-১৯

রাঙামাটিতে নানা কর্মসূচীতে জাতীয় বধির দিবস পালিত

"বধিরদের মানবাধিকার পুনরুদ্ধার করি" প্রতিপাদ্যে রাঙামাটি বধির কল্যাণ সমিতি’র আয়োজনে, বাংলাদেশ জাতীয় বধির কল্যাণ সংস্থার সহযোগিতায় রাঙামাটিতে জাতীয় বধির দিবস-২০২০ পালন উপলক্ষ্যে র‌্যালি, সাংবাদিক সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) সকালে আসামবস্তিস্থ রাঙামাটি বধির কল্যাণ সমিতি’র বধির স্কুল হতে র‌্যালি শুরু করে মাশরুম সেন্টার সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।

এতে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি সমাজ সেবা অধিদপ্তরের বিশ্বজিৎ চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পৌরসভার প্যানেল মেয়র মো. জামাল উদ্দীন, রাঙামাটি প্রতিবন্ধী সাহায্য কেন্দ্রের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা অমর চান চাকমা। 

আলোচনা সভায় রাঙামাটি বধির কল্যাণ সমিতির প্রধান উপদেষ্টা ও শাপলা নারী উন্নয়ন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো. নাছির উদ্দীন’র সঞ্চালনায় এবং রাঙামাটি বধির কল্যাণ সমিতির সভাপতি কানু দাশ গুপ্ত’র সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক সময় চাকমা, রাঙামাটি বধির কল্যাণ সমিতির সহ-সভাপতি রাখাল চন্দ্র ভৌমিক, উক্ত সংগঠনের অর্থ সম্পাদক ধীমান বড়ুয়া, বধির স্কুলের প্রধান শিক্ষক হাসিনা বেগম  (দোভাষী)। 

বধিরদের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন রাঙামাটি বধির কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক টিটু চৌধুরী, সদস্য-টিনা চৌধুরী ও মুক্তা বেগম। সভায় বক্তারা যার যার অবস্থান থেকে প্রতিবন্ধীদের সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন। উপস্থিত অতিথিরা প্রতিবন্ধীদের বিভিন্ন বিষয়ে সমস্যা তাৎক্ষণিত সমাধান করে দেন। 

এদিকে প্যানেল মেয়র জামাল উদ্দীন প্রতিবন্ধীদের জন্মনিবন্ধন ও চেয়ারম্যান সার্টফিকেট ফ্রি-তে করে দেওয়ার ব্যবস্থা করবেন বলে আশ্বাস দেন। এছাড়াও সকল অতিথিরা প্রতিবন্ধীদের অধিকার আদায়ের ক্ষেত্রে রাঙামাটি বধির কল্যাণ সমিতিকে সার্বিক সহযোগিতা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।