জেএসএস ছেড়ে যুবলীগে যোগ দেয়ায় বান্দরবানে যুবককে গুলি করে হত্যা!


নুরুল কবির    |    ০৮:০৭ এএম, ২০২০-০৯-০২

জেএসএস ছেড়ে যুবলীগে যোগ দেয়ায় বান্দরবানে যুবককে গুলি করে হত্যা!

বান্দরবানে সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে মংচিংউ মার্মা (৪০) নামে এক যুবলীগ নেতা নিহত হয়েছে। তিনি ৮ নং ওয়ার্ড সদর উপজেলার রাজবিলা ইউনিয়নের বাঘমারা চিংক্যউ কারবারি পাড়ার মৃত মংহ্লাচিং এর ছেলে।

১ সেপ্টেম্বর মঙ্গলবার রাত ৮ টায় বান্দরবান সদর উপজেলা রাজবিলা ইউনিয়ন বাঘমারা চিংক্যউ কার্বারি পাড়া উচমং মাস্টার বাড়ির সামনে এই হত্যার ঘটনাটি ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত মংচিংউ মার্মা দীর্ঘ দিন ধরে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি(জেএসএস) এর রাজনীতির সাথে জড়িত ছিল। সাম্প্রতিক সময়ে তিনি জেএসএস ছেড়ে জাম ছড়ি ইউনিয়নে যুবলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে যোগদান করেন। যুবলীগে যোগ দেয়ায় এই হত্যাকান্ড ঘটিয়েছে বলে ধারনা করছে স্থানীয়রা।

এ বিষয়ে বান্দরবান সদর থানার ওসি শহীদুল্লাহ ঘটনাস্থলে পরিদর্শন করে জানান, নিহত মংচিংউ মার্মা সন্ধ্যায় বাঘমারা বাজার থেকে কাজ শেষ করে বাসায় ফিরে। হঠাৎ দুই জন ডেকে নিয়ে তার বাড়ির পাশে তাকে গুলি করে হত্যা করে। এতে সে ঘটনাস্থলে মারা যায়।

উল্লেখ্য, গত ৭ জুলাই একই এলাকায় জেএসএস সন্ত্রাসীরা ব্রাশ ফায়ার করে সংস্কার গ্রুপের বান্দরবান জেলা সভাপতিসহ ৬ জনকে হত্যা করে।