বিলাইছড়িতে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত


বিলাইছড়ি প্রতিনিধি    |    ০৭:১০ পিএম, ২০২০-১০-১৭

বিলাইছড়িতে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

বিলাইছড়ি উপজেলার বিভিন্ন বিট কেন্দ্রের উদ্যোগে নারী ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকাল ১০টায় বিলাইছড়ি বাজার প্রাঙ্গণে বিলাইছড়ি থানা অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত ) মো পারভেজ আলী এর সভাপতিত্বে বিট পুলিশিং আয়োজন করা হয়।

এসআই মো সাজ্জাদ এর পরিচালনায় সমাবেশে সভাপতিত্ব করেন বিলাইছড়ি থানা অফিসার ইনচার্জ ( ভারপ্রাপ্ত ) মো পারভেজ আলী।

সভায় ইনচার্জ ( ভারপ্রাপ্ত ) মো পারভেজ আলী বলেন, রাঙামাটি জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনা অনুযায়ী সারা দেশের ন্যায় বিলাইছড়ি উপজেলার জনসাধারণকে সাথে নিয়ে জন সচেতনতার জন্য এই সমাবেশের আয়োজন করা হয়েছে। যাতে করে সকল জনতা নারী ধর্ষণ ও নির্যাতনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারি।

তিনি আরো বলেন নারীরা মায়ের জাত, নারীদের প্রতি ভাল আচরণ করুন। অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন। নারী নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হউন। ঘটনা ঘটার সাথে সাথে অথবা ঘটার সম্ভাবনা থাকলে পুলিশকে অবহিত করুন। পুলিশ আপনাদের পাশে আছে। তিনি ধর্ষনের শাস্তি মৃত্যুদন্ডের কথা সবাইকে স্মরণ করে মাথায় রাখার আহবান জানান।

এসময় উপস্থিত ছিলেন, বিলাইছড়ি ১নং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, ১নং বিলাইছড়ি ওয়াড মেম্বার প্রিয়ানন্দ বড়ুয়া,  আওয়ামীলীগের সভানেত্রী প্রতিমা মুর্শিদি, জনতা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন। এছাড়াও যুব রেড ক্রিসেন্ট বিলাইছড়ি উপজেলা ইউনিটের যুব স্বেচ্ছাসেবকসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।