নারীকে এগিয়ে নিতে প্রয়োজন দেশে সামাজিক সুস্থতার চর্চা করা: এমপি দীপংকর


কাপ্তাই প্রতিনিধি    |    ০৬:৫৭ পিএম, ২০২০-১০-১৭

নারীকে এগিয়ে নিতে প্রয়োজন দেশে সামাজিক সুস্থতার চর্চা করা: এমপি দীপংকর

খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটি সাংসদ দীপংকর তালুকদার (এমপি) বলেছেন, রবি ঠাকুরের শাস্তি গল্পের ন্যায় বেগম রোকেয়ার আমল থেকেই ধীরে ধীরে নারীদের উন্নয়নের ফলে আমরা আজকের এই অবস্থানে এসেছি। বর্তমানে নারীরা অনেক বেশি স্বাধীনচেতা ও প্রতিবাদী। ধর্ষণ প্রসঙ্গেও অন্যান্য দেশের নারীদের মতো বাংলার মা-বোনেরা প্রশংসনীয় সাহসী প্রতিবাদ করছেন। নারীকে এগিয়ে নিতে প্রয়োজন দেশে সামাজিক সুস্থতার চর্চা করা। ধর্ষণ সহ সামাজিক অপরাধ রোধে তাই নারী সহ সকলকে আরও প্রতিরোধ মুলক পদক্ষেপ নিয়ে এগিয়ে আসতে হবে। 

কাপ্তাই থানা পুলিশের আয়োজনে কাপ্তাই উচ্চ বিদ্যালয়ে শনিবার (১৭ই অক্টোবর) সকালে অনুষ্ঠিত নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কাপ্তাই থানা অফিসার ইনচার্জ মো. নাছির উদ্দিনের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি ছিলেন, রাঙামাটি জেলা পরিষদ সদস্য প্রকৌশলী থোয়াইচিং মং মারমা, কাপ্তাই উপজেলা চেয়ারম্যান মো. মফিজুল হক, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান, এলজিইডি রাঙামাটির নির্বাহী প্রকৌশলী আবু তালেব চৌধুরী, কাপ্তাই উপজেলা আ.লীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী, সা. সম্পাদক ইব্রাহীম খলীল, কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজ্জামেল হোসেনসহ আরও অনেকে।