জুরাছড়িতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয়া দূর্গোৎসব শুরু


জুরাছড়ি প্রতিনিধি    |    ০১:০১ এএম, ২০২২-১০-০৩

জুরাছড়িতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয়া দূর্গোৎসব শুরু

শারদীয়া দূর্গউৎসব আসলে জুরাছড়ি উপজেলায় বসে সকল ধর্মালম্বীদের এক মিলন মেলা। আজ শারদীয়ার শুরুর  প্রথম দিনে সন্ধ্যায় মানুষের দল নামতে শুরু হয়েছে। অল্প কিছু সংখ্যক সনাতন ধর্মাবলম্বী পরিবার শারদীয়া পূজার মন্ডপ আয়োজন করলেও উৎসবের শেষ নেই, নেচে-গেয়ে উৎসব পালন করেন এখানকার এলাকার সকল সম্প্রদায়ের মানুষ।

তাই আজ ১ লা অক্টোবর ২০২২ শনিবার সন্ধ্যায় পূজা মন্ডপ ঘুরে দেখা যায়  রযেছে পর্যাপ্ত পরিমাণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি রয়েছে আনসার ভিডিপির সদস্য সহ  নিরাপত্তার স্বার্থে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। 

পূজা উদযাপন কমিটির সদস্য সচিব তপন কান্তি দে বলেন, রাঙ্গামাটি পার্বত্য জুরাছড়ি উপজেলা দূর্গম হলেও উৎসবের শেষ নেই, তাই প্রতি বছরের ন্যায় এ বছর ও দূর্গৎসব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্য  সকলের প্রতি সার্বিক সহযোগিতার প্রত্যাশা করেন। 

ইউপি চেয়ারম্যান ইমন চাকমা বলেন, জুরাছড়ি উপজেলা প্রত্যন্ত হলে রয়েছে সকল সম্প্রদায়ের এক মেলবন্ধন, তাই সম্প্রীতি স্বকীয়তা বজায় রেখে আইন শৃঙ্খলা যাহাতে বিঘ্নিত না ঘটে যার যার ধর্ম সে পালন করতে পারে সেজন্য  সকলের প্রতি অনুরোধ জানান। 

পূজা মন্ডপ দেখতে আসা তরুণ তরুণীরা জানান, আমাদের ধর্ম না হলেও আমরা সনাতন ধর্মাবলম্বীদের সাথে প্রতিবছর শারদীয়া উৎসব  ভাগাভাগি করার জন্য মিলিত হই। তাই কিছুদিন পর শুরু হচ্ছে বৌদ্ধ ধর্মালম্ভীদের প্রধান ধর্মীয় উৎসব কঠিন চীবর দানোৎসব। সনাতন ধর্মাবলম্বীরা আমাদের প্রত্যেক ধর্মীয় উৎসবে মিলিত হয়ে প্রতিবছর আমাদেরকে সার্বিক সহযোগিতা করে থাকেন।