নিজস্ব প্রতিবেদক | ১১:৫৬ পিএম, ২০২২-১০-০২
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে রাঙামাটিতে ৫টি উন্নয়ন প্রকল্পের ৬ কোটি ৫৫ লক্ষ টাকার ৪টি ভিত্তি প্রস্তর স্থাপন ও একটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। শনিবার (০১ অক্টাবর) সকাল ৯টায় ইয়ুথ স্পোর্টিং ক্লাবের অসমাপ্ত কাজের সমাপ্তকরণে ৪৫ লক্ষ টাকা ব্যয়ে উন্নয়ন প্রকল্পের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নিখিল কুমার চাকমা।
এরপর ৪০ লক্ষ টাকা ব্যয়ে উন্নয়ন প্রকল্পের রাঙামাটি ডায়াবেটিক সমিতির ভবন উর্ধ্বমূখী সম্প্রসারণের ভিত্তি প্রস্তর এবং পরে ৫ কোটি টাকা ব্যয়ে উন্নয়ন প্রকল্পের কেন্দ্রীয় কবরস্থান হতে পুলিশ হাসপাতালের সংযোগ ব্রিজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়।
ব্রিজের ভিত্তি প্রস্তর উদ্বোধনের পর সাংবাদিক নিখিল কুমার চাকমা বলেন, ব্রিজটি এই এলাকায় যারা বসবাস করে তাদের দীর্ঘদিনের দাবি ছিল। এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে এই ব্রিজটি আমরা করতে পারছি। আগামী ২৩-২৪ সালের শেষের দিকে এর কাজ সম্পন্ন হবে।
তিনি বলেন, রাঙামাটির ঐতিহ্যবাহী স্কুল রাঙামাটির সরকারি উচ্চ বিদ্যালয়ের হাজারো ছাত্র-ছাত্রী এদিক দিয়ে কষ্ট করে নৌকায় পাড়াপাড় করতে হতো। সে জন্যই এ ব্রিজটি হলে তারা নিরাপদে এবং সহজভাবে স্কুলে যেতে পারবে। মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার তারই একটি অংশ।
প্রধানমন্ত্রীর ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত সমৃদ্ধশালী সোনার বাংলা প্রতিষ্ঠায় আমরা কাজ করে যাচ্ছি। তিনি পদ্মা সেতুর মতো যেভাবে বড় বড় মেঘা প্রকল্পগুলো হাতে নিয়েছেন আমি মনে করি পার্বত্য এলাকায় ছোট খাটো যদি ৫ কোটি টাকার ব্রিজও হয়ে থাকে তাহলেও কম না। এই ৫ কোটি টাকার ব্রিজ নির্মাণের ফলে এই এলাকার বসবাসরত হাজার হাজার লোকের পারাপারে একটি সুবিধা হবে।
পরে কাঠালতলী জামে মসজিদের ৪০ লক্ষ টাকা ব্যয়ে উন্নয়ন প্রকল্পের ভিত্তি প্রস্তর উদ্বোধন এবং রিজার্ভ বাজারে অবস্থিত শ্রী শ্রী সার্বজনীন দুর্গা মন্দিরের ৩০ লক্ষ টাকার ব্যয়ে নির্মিত নাট মন্দিরটি উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি চিংকিউ রোয়াজা, ইয়ুথ ক্লাবের সভাপতি অচিরাংশু চাকমা, সাধারণ সম্পাদক রনেন চাকমা, বোর্ডের নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমা, সহকারী প্রকৌশলী মোঃ খোরশেদ আলম, ত্রয়া সরকার, প্রবীন সাংবাদিক ও দৈনিক গিরিদর্পণ পত্রিকার সম্পাদক একেএম মকছুদ আহমেদ, রাঙ্গামাটি প্রেসক্লাব সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক বিশিষ্ঠ ক্রীড়াবিদ বরুন বিকাশ দেওয়ান, আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জমির উদ্দিন, বনরূপা ব্যবসায়ী সমিতির সভাপতি মো: আবু সৈয়দ, ৭নং ওয়ার্ড কাউন্সিলর জামাল উদ্দিন, ১নং ওয়ার্ড কাউন্সিলর হেলাল উদ্দিনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মী।
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির কাপ্তাই হ্রদে জেলেদের জালে ধরা পড়লো ২৩ কেজি ওজনের বিরল প্রজাতির বাঘা আইড় ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় রাঙামাটি সদরের বন্দুক ভাঙা ইউনিয়ন থেকে পাস করা ১২০ জন শিক্ষার্থীকে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অবৈধ ভাবে চোরাচালানের সময় বিপুল পরিমাণ সেগুন গাছের গোল কাঠ জব্দ করেছে রাজনগর ব্যাটালিয়নের ৩৭ বিজ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সারাদেশের ন্যায় পর্যটন শহর রাঙামাটিতেও পালিত হচ্ছে বিশ্ব পর্যটন দিবস। দিবসটি পালন উপলক্ষে র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জেলার সদর উপজেলাধীন জীবতলি ও মগবান ইউনিয়নের ৭শতাধিক অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে রাঙ্গামাটি সদ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান আজ মঙ্গলবার জুরাছড়ি উপজেলা সফরকালে জনপ্রতিন...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2023 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited