বীর মুক্তিযোদ্ধা প্রভাত কান্তি বড়ুয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় সৎকার


মোঃ আলী আজগর    |    ০৭:৫৬ পিএম, ২০২২-১০-০১

বীর মুক্তিযোদ্ধা প্রভাত কান্তি বড়ুয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় সৎকার

বিলাইছড়িতে বীর মুক্তিযোদ্ধা স্বাধীনতার সূর্য সন্তান প্রভাত কান্তি বড়ুয়ার রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার ও সৎকার সম্পন্ন করা হয়েছে। 

শনিবার (১ লা অক্টোবর) বেলা ৩  ঘটিকায় শ্রদ্ধা, ভালোবাসা ও অশ্রুসিক্ত নয়নে  শিল্প কলা প্রাঙ্গণে এক অনুষ্ঠানে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। 

বিলাইছড়ি  উপজেলার (ভাঃ) নির্বাহী অফিসার ও কাপ্তাই উপজেলার ইউএনও মুনতাসির জাহান এবং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলমগীর - এর নেতৃত্বে থানার একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন এবং পরে পুষ্পস্তবক অর্পণ করেন।

এছাড়াও অনুষ্ঠানে  উপস্থিত  থেকে পুষ্পস্তবক অর্পন করেন উপজেলা প্রশাসন, উপজেলা  মুক্তি যোদ্ধা সংসদ , উপজেলা আওয়ামী লীগ, ১ নং বিলাইছড়ি ইউনিয়ন পরিষদ, জেলা ক্রীড়া সংস্থা এবং উপজেলা বিএনপি নেতৃবৃন্দ সহ আত্মীয় - স্বজনরা। 

রাষ্ট্রীয় মর্যাদায় শ্রদ্ধা নিবেদন পরে ধর্মীয় রীতিনীতি অনুযায়ী উপজেলা মহা শ্মশানে সৎকার করা হয়। 

উল্লেখ যে, তিনি  নিজ বাড়ীতে দীর্ঘদিন ডাক্তারের পরামর্শে জটিল রোগে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন।

হঠাৎ তার স্বাস্থ্যের অবস্থা অবনতি হলে ৩০ সেপ্টেম্বর  উপজেলা হাসপাতালে নেওয়া হলে বেলা ৩ :০০ ঘটিকায় সময়  কর্বত্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন বলে জানা যায়। 

মৃত্যুকালে তিনি এক স্ত্রী ও ৪  সন্তান সহ অনেক আত্মীয় স্বজন রেখে চলে গেছেন বলেও জানা যায়।