নিজস্ব প্রতিবেদক | ০৯:০৪ পিএম, ২০২২-০৯-২৯
বান্দরবানের মাহা ওয়াগ্যেই পোয়ে (প্রবারণা পূর্ণিমা) উপলক্ষ্যে ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন হয়েছে।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বিকালে সদর উপজেলার ৪নং সুয়ালক ইউনিয়নের ম্রো আবাসিক উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে আকাশের ফানুস উড়িয়ে খেলার উদ্বোধন করেন প্রধান অতিথি।
এসময় সুয়ালক লামার পাড়া উদ্যেগে ও বান্দরবান জেলা শাখা ইউপিডিএফ(গণতান্ত্রিক) সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বান্দরবান সেনা জোনের কমান্ডার মেজর উপ- অধিনায়ক মো.ফরহাদুল ইসলাম।
উদ্বোধনী খেলায় বালাঘাটা লারং স্পোর্টিং ক্লাবের মুখোমুখী হয় মাঝের পাড়া ইয়ং ষ্টার স্পোটিং ক্লাব। খেলায় টান টান উত্তেজনা থাকলেও পাল্টাপাল্টি আক্রমন করতে থাকে দুই দলের। খেলার ৩০ মিনিট ব্যবধানে লারং স্পোর্টিং ক্লাবের ১১নং পরিহিত জার্সি খেলোয়ার ওয়াইসে মারমা বিপক্ষে জালের বল ফেলে টিমকে উৎসাহ বাড়িয়ে তুলেন। বিরতির বিপক্ষে জালের আরো ২টি গোল ফেলেন ১০ নং পরিহিত জার্সি খেলোয়ার উক্যসা ও ৫ নং পরিহিত খেলোয়ার সুবাস।
খেলার শেষে বালাঘাটা লারং স্পোর্টিং ক্লাব ৩-০ গোলে মাঝের পাড়া ইয়ং ষ্টার স্পোটিং ক্লাবকে পরাজিত করে।
খেলা শেষে ম্যান অফ দ্যা ম্যাচ পুরষ্কার গ্রহন করেন ১০ নং পরিহিত জার্সি খেলোয়ার উক্যসা মারমা।
এই দিকে খেলা শুরুতে বিভিন্ন এলাকা হতে মাঠে হাজারো দর্শক উপস্থিতি যেন টুর্নামেন্টকে প্রানবন্ধন করে তুলেন।
ফুটবল কমিটিরা জানান, এইবারে ফুটবল টুর্ণামেন্ট ১৮টি দল অংশগ্রহন করেছেন। ফাইনাল খেলায় অনুষ্ঠিত হবে আগামী মাসে ৭ তারিখে।
উদ্বোধনী খেলায় ইউপিডিএফ গণতান্ত্রিক সভাপতি মং পু মারমা, সাধারণ সম্পাদক উবামং মারমা, টুর্নামেন্টের কমিটি সভাপতি ও লামার পাড়া কারবারী গরা অং মারমা,বান্দরবান জেলার রেফারী অংম্যা মার্মা পরিচালনায় সকল টুর্নামেন্ট কমিটি সদস্য বৃন্দ সহ প্রমুখ উপস্থিত ছিলেন।
আইয়ুব চৌধুরী : চতুর্থ পর্যায়ে ২২/২৩ এর প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার পার্বত্য রাঙামাটি জেলার দূর্গম রাজস্থলী...বিস্তারিত
আইয়ুব চৌধুরী : দেশের সবচেয়ে আকষর্ণীয় রাঙ্গামাটির দুই উপজেলার সড়ক যোগাযোগ রাজস্হলী-কাপ্তাই উপজেলা। দীর্ঘ প্র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পার্বত্য অঞ্চলে শান্তি সম্প্রীতি উন্নয়নের ধারাবাহিকতায় বাংলাদেশ সেনাবাহিনী সবসময় নিবেদিত ভাবে ...বিস্তারিত
আইয়ুব চৌধুরী : রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সূর্যব্রত মেলা জমে উঠেছে। ৫ফে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে পবিত্র কুরআন খতমে গাউসিয়া শরিফ হামদ্ -নাত, ক্বেরাত, আজান প্রতিযোগীতা এবং ছাত্রদের ছবক, ...বিস্তারিত
নুরুল কবির : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণাল য় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি বলেছেন, হতদরিদ্র বাংল...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2023 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited