রাঙ্গামাটি জেলা কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন


মোঃ সোহরাওয়াদ্দী সাব্বির    |    ০২:২৩ পিএম, ২০২২-০৯-২৯

রাঙ্গামাটি জেলা কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

রাঙ্গামাটিতে কৃষকলীগের ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 
আজ  দুপুরে রাঙ্গামাটির ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের মাঠে এই ত্রি-বার্ষিকী সম্মেলন উদ্বোধন করেন কেন্দ্রীয় কৃষক লীগের সভাপতি সমীর চন্দ্র।
রাঙ্গামাটি  কৃষক লীগের সভাপতি জাহিদ আকতার এর সভাপতিত্বে  ত্রি-বার্ষিক সম্মেলনে  প্রধান অতিথি ছিলেন  রাঙ্গামাটির সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন , পার্বত্য চট্টগ্রামের প্রত্যেকটি দুর্গম এলাকায় কৃষকদের ভাগ্য উন্নয়নে সরকার যথেষ্ট আন্তরিক। সে লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পাহাড়ের কৃষকদের অবস্থার অনেক পরিবর্তন হয়েছে। 

তিনি আরো বলেন, রাঙ্গামাটি জেলাসহ পার্বত্য চট্টগ্রামের এমন কোনো জায়গা নেই, যেখানে উন্নয়ন হয়নি। বর্তমান সরকার উন্নয়নবান্ধব। এ সরকারের সময়ে পার্বত্য চট্টগ্রামে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। ফলে পার্বত্য চট্টগ্রাম এলাকায় শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগসহ সব খাতে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে।

তিনি বলেন,  বর্তমান সরকার উন্নয়নবান্ধব সরকার।  এ সরকারের সময়ে পার্বত্য চট্টগ্রামে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। ফলে পার্বত্য চট্টগ্রাম এলাকায় শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগসহ সব খাতে ব্যাপক উন্নয়ন সাধিত হচ্ছে।

তিনি আরো বলেন, আগামী দিনে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে বঙ্গন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়ার আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে জানিয়ে তিনি উপস্থিত সকল নেতাকর্মীদের নাক কান খোলা রেখে স্বাধীনতা বিরোধী অপশক্তি ও পার্বত্য চট্টগ্রামের অবৈধ অস্ত্রধারীদেও সন্ত্রাসী কর্মকান্ডসহ যেকোন অপতৎপরতা প্রতিহত করতে প্রস্তুত থাকার আহবান জানান।


এতে প্রধানবক্তা   ছিলেন, কেন্দ্রীয় কৃষকলীগের সাধারণ সম্পাদক এ্যাড. উম্মে কুলসুম এমপি। 

এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন,কৃষক লীগের  কেন্দ্রীয় কমিটি সহ-সভাপতি  ও চট্টগ্রাম বিভাগের আহবায়ক আকবর আলী চৌধুরী,  রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মুছা মাতাব্বর, রাঙ্গামাটি জেলা  পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী সহ কৃষক লীগের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, কৃষকলীগ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা স্বপ্ন পূরণে কাজ করে যাচ্ছে। কৃষকলীগের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে ও আর্দশের সোনার বাংলা বিনির্মানের কাজ করছে। সু-সংগঠিত কৃষকলীগ সোনার বাংলা গঠনে অগ্রণী ভুমিকা পালন করাসহ আ. লীগের পাশে থেকে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। পাশাপাশি যে কোন কর্মসূচী বাস্তবায়নে আওয়ামীলীগের পাশে থেকে কাজ করে যাচ্ছে।