পাহাড়ে ১০ হাজার কোটি টাকার উন্নয়ন কাজ বাস্তবায়িত হচ্ছে: পার্বত্য মন্ত্রী


আলমগীর মানিক    |    ০১:৫৩ পিএম, ২০২২-০৯-২৩

পাহাড়ে ১০ হাজার কোটি টাকার উন্নয়ন কাজ বাস্তবায়িত হচ্ছে: পার্বত্য মন্ত্রী

আলমগীর মানিক

পাহাড়ের মানুষের কল্যাণে তাদের জীবনমানোন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রাণলয় সৃষ্টি করেছেন।

দেশের এক দশমাংশ অঞ্চলের মানুষের উন্নয়নে বর্তমান সরকার তিন পার্বত্য জেলায় ১০ হাজার কোটি টাকার উন্নয়ন কাজ বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামের সকল সম্প্রদায়ের মাঝে ভাতৃত্ব বোধ জাগ্রত করাসহ পাহাড়ের ছেলে মেয়েদের সুশিক্ষা নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশনানুসারে মসজিদ, মন্দির, বৌদ্ধ বিহারসহ  বিভিন্ন সামাজিক প্রতিষ্টান নির্মান করা হচ্ছে।

শুক্রবার রাঙামাটির কাপ্তাইয়ে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ১ কোটি ৭৮ লাখ টাকা ব্যয়ে মসজিদ, বৌদ্ধ বিহার, গীতা শিক্ষা ভবণ, স্পোটিং ক্লাব ভবন উদ্বোধনকালে পার্বত্যমন্ত্রী এসব কথা বলেন।

উদ্বোধনকৃত প্রকল্পগুলো হলো, ৯০ লাখ টাকা ব্যয়ে কাপ্তাই উপজেলাধীন নারানগিরি রায় সাহেবের বৌদ্ধ বিহার নির্মাণ, ৩৫ লাখ টাকা ব্যয়ে শ্রীশ্রী ত্রিপুরা সুন্দরী কালী বাড়ির গীতা শিক্ষা ভবন নির্মাণ, ৩২ লাখ টাকা ব্যয়ে নারানগিরিমুখ মসজিদুল আকসা ভবন নির্মাণ ও ২০ লাখ টাকা ব্যয়ে ড্রাগন স্পোটিং ক্লাব নির্মাণ। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড প্রকল্পগুলো বাস্তবায়ন করেছে।

উদ্বোধনের সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান মো নুরুল আলম চৌধুরী (অতিরিক্ত সচিব), পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য প্রশাসন ড.ইফতেকার আহমেদ (যুগ্ম সচিব), রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুই ছাইন চৌধুরী, দীপ্তিময় তালুকদার, কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মফিজুল হক, কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান, কাপ্তাই সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার রওশন আরা রব, চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী, সাবেক জেলা পরিষদ সদস্য থোয়াইচিং মং মারমা, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন মিলন, রাইখালী ইউপি চেয়ারম্যান মংক্য মারমা, চিৎমরম ইউপি চেয়ারম্যান ওয়েশ্লি মং চৌধুরী, ওয়াগ্গা ইউপি চেয়ারম্যান চিরঞ্জিৎ তনচংগা সহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রায়েব সাহেব বৌদ্ধ বিহারের অধ্যক্ষ প্রদক্ষ ভিক্ষু। এসময় চিৎমরম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত পামোক্ষা মহাথেরসহ বিভিন্ন বিহারের ভিক্ষুরা উপস্থিত ছিলেন।