লংগদুতে মাছের পোনা অবমুক্ত


নিজস্ব প্রতিবেদক    |    ১২:২৮ এএম, ২০২২-০৯-২২

লংগদুতে মাছের পোনা অবমুক্ত

লংগদুতে উপজেলা মৎস্য বিভাগের আয়োজনে প্রাতিষ্ঠানিক ও উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। বুধবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টায় লংগদু উপজেলা সদরের বিএফডিসির জলাশয়ে কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়। কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করে কার্যক্রমের শুভ উদ্বোধন করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার।

এসময় উপস্থিত ছিলেন, লংগদু উপজেলা (ভারপ্রাপ্ত)  নির্বাহী কর্মকর্তা জনি রায়,উপজেলা ভাইস চেয়ারম্যান  মীর সিরাজুল ইসলাম (ঝান্টু),  মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা সুভাষীশ কর্মকার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা মৎস্য কর্মকর্তা নব আলো চাকমা, প্রমুখ।

রাজস্ব খাতের আওতায় ২০২১ -২০২২ অর্থ বছরের মোট ২০টি প্রাতিষ্ঠানিক জলাশয় ও উন্মুক্ত জলাশয়ের প্রায় পাচঁমন  কার্প জাতীয় (রুই,মৃগেল,কাতলা) মাছের পোনা অবমুক্ত করা হয়।