রাঙামাটিতে এবছর এসএসসি’তে অংশ নিচ্ছে ৯০৬৬ শিক্ষার্থী


নিজস্ব প্রতিবেদক    |    ১২:২৮ পিএম, ২০২২-০৯-১৫

রাঙামাটিতে এবছর এসএসসি’তে অংশ নিচ্ছে ৯০৬৬ শিক্ষার্থী

সারাদেশের ন্যায় পার্বত্য জেলা রাঙামাটিতেও শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। বৃহস্পতিবার সকাল থেকে উৎসবমুখর পরিবেশে স্বতঃস্ফূর্তভাবে শিক্ষার্থীরা এবছর এসএসসি, ভোকেশনাল ও সমমানের পরীক্ষায় অংশ্রগ্রহণ করেছে।  

এবার রাঙামাটির ৩৩ কেন্দ্রে সর্বমোট ৯০৬৬জন পরিক্ষার্থী পরীক্ষায় অংশ করবে বলে জানিয়েছে রাঙামাটি জেলা প্রশাসনের শিক্ষা ও আইসিটি বিভাগ কর্তৃপক্ষ। উক্ত কেন্দ্রগুলোর মধ্যে ২১টি পরীক্ষা কেন্দ্রে ৭৪৮৮ জন এসএসসি পরিক্ষার্থী, ৫টি পরিক্ষা কেন্দ্রে ৫২৪ জন দাখিল পরিক্ষার্থী এবং ৭টি কেন্দ্রে ১০৫৪ জন এসএসসি ভোকেশনাল পরিক্ষার্থী এবারের পরিক্ষায় অংশগ্রহণ করার কথা রয়েছে। 

পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষার্থীদের স্বাস্থ্য সেবা প্রদানের লক্ষ্যে প্রতিটি পরিক্ষা কেন্দ্রে রাখা হয়েছে মেডিকেল টিম, কড়া নিরাপত্তা ব্যবস্থায় কেন্দ্রগুলোর অন্তত ২’শ গজ এলাকায় জারি করা হয়েছে ১৪৪ ধারা। পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।