আলমগীর মানিক | ০২:২২ পিএম, ২০২২-০৯-০৭
আলমগীর মানিক
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা বলেছেন, পার্বত্যাঞ্চলে অনগ্রসর জাতিগোষ্ঠিকে উন্নত জীবনে ধাবিত করার লক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই ১৯৭৩ সালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড গঠনের নির্দেশনা প্রদান করেছিলেন। তারই ধারাবাহিকতায় ১৯৭৬ সালে পাহাড়ের মানুষের ভাগ্যোন্নয়নে উন্নয়ন বোর্ড যাত্রা শুরু করে পার্বত্য চট্টগ্রামের আপামর জনসাধারণের জীবন মান্নোয়নে কাজ করে যাচ্ছে।
পাহাড়ের নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মেধাকে আরো বিকশিত করার লক্ষ্যে অত্রাঞ্চলের মেধাবী শিক্ষার্থীদের বিগত প্রায় এক দশক সময়ে অন্তত ১২ কোটি টাকা শিক্ষা বৃত্তি প্রদান করেছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড। এতে করে কলেজ ও বিশ^বিদ্যালয়ে পড়ুয়া তিন পার্বত্য জেলার প্রায় ২০ হাজার মেধাবী শিক্ষার্থী বৃত্তির আওতায় এসেছে।
এই বৃত্তি প্রদানের মাধ্যমে পাহাড়ের মেধাবী শিক্ষার্থীরা শিক্ষাজীবন এগিয়ে নিবে এবং তাদের মাঝে দেশের প্রতি দ্বায়বদ্ধতা সৃষ্টি হবে বলে মন্তব্য করে নিখিল কুমার চাকমা বলেন, মেধাবী উন্নত প্রজন্মের মাধ্যমেই পাহাড়ে একটি উন্নত সমাজ ব্যবস্থা গড়ে উঠবে এমনটাই আমাদের প্রত্যাশা।
বুধবার(৭ সেপ্টেম্বর) রাঙামাটির বাসিন্দা ৭৫৩ জন কলেজ ও বিশ^বিদ্যালয় পড়ুয়া মেধাবী শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তির ৬৩ লাখ ৬০ হাজার টাকা প্রদান অনুষ্ঠানে সভাপতির বক্তব্য প্রদানকালে উন্নয়ন বোর্ড চেয়ারম্যান এসব কথা বলেন।
এসময় উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান নুরুল আলম চৌধুরী’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বোর্ডের সদস্য প্রশাসন ইফতেখার আহমেদ, সদস্য বাস্তবায়ন হারুন অর রশীদ, সদস্য পরিকল্পনা মোঃ জসিম উদ্দিন, বোর্ডের নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমা, রাঙামাটি প্রেসক্লাব সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, সহ-সভাপতি মো. অলি আহমেদসহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত: পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এবছর শুধুমাত্র রাঙামাটি জেলায় কলেজ পর্যায়ে ৩৯০জন শিক্ষার্থীকে জন প্রতি ৭ হাজার এবং বিশ্ববিদ্যালয়ের ৩৬৩ শিক্ষার্থীদের জন প্রতি ১০হাজার টাকা করে শিক্ষাবৃত্তি প্রদান করছে।
আইয়ুব চৌধুরী : দেশের সবচেয়ে আকষর্ণীয় রাঙ্গামাটির দুই উপজেলার সড়ক যোগাযোগ রাজস্হলী-কাপ্তাই উপজেলা। দীর্ঘ প্র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পার্বত্য অঞ্চলে শান্তি সম্প্রীতি উন্নয়নের ধারাবাহিকতায় বাংলাদেশ সেনাবাহিনী সবসময় নিবেদিত ভাবে ...বিস্তারিত
আইয়ুব চৌধুরী : রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সূর্যব্রত মেলা জমে উঠেছে। ৫ফে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে পবিত্র কুরআন খতমে গাউসিয়া শরিফ হামদ্ -নাত, ক্বেরাত, আজান প্রতিযোগীতা এবং ছাত্রদের ছবক, ...বিস্তারিত
নুরুল কবির : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণাল য় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি বলেছেন, হতদরিদ্র বাংল...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙ্গামাটি কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের পানি স্বল্পতায় উৎপাদন ধসের পর্যায়ে পৌঁছেছে। সাম্প্রতিক ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2023 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited