নাগরিক পরিষদের হরতালে ভূমি কমিশনের বুধবারের বৈঠক স্থগিত


আলমগীর মানিক    |    ১২:৫৭ পিএম, ২০২২-০৯-০৬

নাগরিক পরিষদের হরতালে ভূমি কমিশনের বুধবারের বৈঠক স্থগিত

আলমগীর মানিক

পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের হরতালের পরি প্রেক্ষিতে রাঙামাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া পার্বত্য চট্টগ্রাম ভূমি কমিশনের নির্ধারিত বৈঠক স্থগিত ঘোষণা করা হয়েছে।  ভূমি কমিশন সচিব ( যুগ্ম জেলা জজ) খাগড়াছড়ি  মোহাম্মদ নেজাম উদ্দিন  স্বাক্ষরিত (পাচভূবিনিক/খাগড়া/২০২২-৪৯) স্মারক  নাম্বার পত্রে মাধ্যমে  এই বৈঠক স্থগিত  ঘোষণা করা হয়। 

এদিকে বৈঠকটি স্থগিত ঘোষণা করা হলেও রাঙামাটি শহরে এখনো  পর্যন্ত  ৩২ঘন্টার হরতাল চলমান রয়েছে। পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নেতৃবৃন্দরা সন্ধ্যায় পথসভা  কর্মসূচির মাধ্যমে এই  ব্যাপারে তাদের মতামত জানাবেন বলে দলীয় সূত্রে জানা গেছে। 
গত ৫ তারিখ রাঙামাটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ কতৃক আজকের ৩২ঘন্টা  হরতাল ডাকা হয়েছিল ।  সংবাদ সম্মেলনে জানানো হয়েছিলো, পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি  কমিশন আইনের সংশোধন সহ ভূমি কমিশন বৈঠক বাতিল এবং ৭দফা বাস্তবায়নের দাবীতে এই ৩২ ঘন্টা  হরতাল ডাক দেয়া হয়।  আজ মঙ্গলবার  সকাল থেকে কোনো প্রকার  সহিংসতা ছাড়া হরতাল চলছে। হরতালে কারণে অভ্যন্তরীন ও দূর্পাল্লার   কোন যানবাহন চলাচল না করায়  জনজীবনে স্থবিরতা আসে। সকালে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান কর্মরত লোকজন পায়ে হেটে কর্মস্থলে যেতে দেখা যায়।

 উক্ত জারীকৃত  পত্রে আরো জানানো হয় ভূমি কমিশনের অন্যতম সদস্য আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান সূত্রোক্ত স্বারক মূলে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান কতৃক স্বাক্ষরিত পত্রে রাঙামাটি পার্বত্য জেলায় ৬ও৭ সেপ্টেম্বর পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ কতৃক হরতাল আহবান করার প্রেক্ষিতে অত্র ভূমি কমিশনের ৭ই সেপ্টেম্বর পূর্ব নির্ধারিত সভা স্থগিত করার অনুরোধ করায় ও কমিশনের অন্যান্য সদস্যদের অনুরোধের প্রেক্ষিতে অত্র কমিশন আগামী ৭ই সেপ্টেম্বর বুধবার এরসভা স্থগিত করা হলো বলে পত্র উল্লেখ করা হয়।