রিজার্ভবাজারে শেষরাতের অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে পৌরসভার আর্থিক সহায়তা


শহিদুল ইসলাম হৃদয়    |    ১১:২৬ পিএম, ২০২০-১০-১৫

রিজার্ভবাজারে শেষরাতের অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে পৌরসভার আর্থিক সহায়তা

রাঙামাটি শহরের রিজার্ভ বাজারস্থ নতুন বাস স্টেশন এলাকায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ নয়জন ব্যবসায়ীকে আর্থিক সহায়তা দিয়েছেন রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে পৌরসভার পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ ব্যবসায়িদের মাঝে ৫ হাজার টাকা করে ৯ জনকে সর্বমোট ৪৫ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, রাঙামাটি পৌরসভার প্যানেল মেয়র জামাল উদ্দিন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাওয়াল উদ্দিন, সাধারন সম্পাদক শাহাজাহান, ১ নং ওয়ার্ড কাউন্সিলর হেলাল উদ্দিন, ২ নং ওয়ার্ড কাউন্সিলর করিম আকবর, ১, ২ ও ৩ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর রুপসী দাশ গুপ্তা,  জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ কাজল সহ অন্যান্যরা।

পৌর মেয়র আকবর বলেন, চোর চুরি করলে ঘরের চার দেয়াল থাকে কিন্তু আগুণ লাগলে সেই চার দেয়ালের মাথা গুজানোর ঠাই টুকুও পুড়িয়ে ছায় করে দেয়। রিজার্ভ বাজারের ভয়াবহ অগ্নীকান্ডে ক্ষতিগ্রস্থ এই ব্যবসায়ীদের ক্ষয়ক্ষতি পূরণ করার সামর্থ্য নেই। তাদের এই দুঃসময়ে পাশে দাঁড়িয়ে পুনরায় ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণের কাজে কিছুটা সাহস যোগাতে পৌরসভার পক্ষ থেকে অল্প কিছু আর্থিক সহোযোগিতা করা।