জাতীয় শোক দিবসে জুরাছড়িতে উপজেলা প্রশাসনের শ্রদ্ধাঞ্জলি


জুরাছড়ি প্রতিনিধি    |    ১১:৩৮ পিএম, ২০২২-০৮-১৫

জাতীয় শোক দিবসে জুরাছড়িতে উপজেলা প্রশাসনের শ্রদ্ধাঞ্জলি

১৫ আগস্ট জাতীয় শোক দিবস। বাঙ্গালি জাতির শোকের দিন। ১৯৭৫ সালের এই দিনে ইতিহাসের নৃশংস ও মর্মস্পর্শী এক হত্যাকান্ডের ঘটনায় বাংলাদেশের মানুষ হারায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সদস্যদের।

জাতির পিতা ও তার পরিবারের শহীদ সকল সদস্যদের স্মরণে সোমবার সকালে বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন জুরাছড়ি উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, জুরাছড়ি থানা পুলিশ, ইউনিয়ন পরিষদ, স্বাস্থ্য বিভাগ,তথ্য আপাসহ সরকারি সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সমূহ। দিনটিকে স্মরণীয় করে রাখতে  উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষ রোপণ করা হয়। 

উপজেলা পরিষদ হলরুমে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জীতেন্দ্র কুমার নাথ। এসময় জাতীয় শোক দিবস উপলক্ষে চিত্রাংকণ, রচনা প্রতিযোগীতা, কবিতা আবৃত্তি প্রতিযোগী বিজয়ী ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার তুলেদেন প্রধান অতিথি সুরেশ কুমার চাকমা উপজেলা চেয়ারম্যান জুরাছড়ি। এছাড়াও যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক ৭ জন যুব ও যুব মহিলারদের মাঝে ্ঋণ  বিতরণ করা হয়। 

অপরদিকে ভুবনজয় সরকারি উচ্চ বিদ্যালয় শিক্ষক ও ছাত্র ছাত্রীরা বঙ্গবন্ধু ভাস্কর্যে পুষ্প মাল্য অর্পণ করে বিদ্যালয়ে বিভিন্ন প্রতিযোগীতার আয়োজন করে। প্রতিযোগীতায় অংশ গ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার তুলেদেন সিনিয়র শিক্ষক শান্তি ময় চাকমা।