নিজস্ব প্রতিবেদক | ১১:১৭ পিএম, ২০২২-০৮-১৫
জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে রাঙামাটি প্রেস ক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ আগস্ট) বিকাল তিনটায় রাঙ্গামাটি প্রেস ক্লাবের কনফারেন্স রুমে এ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
রাঙ্গামাটি প্রেস ক্লাবের সভাপতি মো: সাখাওয়াৎ হোসেন রুবেলের সভাপতিত্বে এবং প্রেস ক্লাবের সদস্য সাংবাদিক মনসুর আহম্মেদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, রাঙ্গামাটি বিএম ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক আনন্দ জ্যোতি চাকমা, রাঙামাটি প্রেস ক্লাবের সাধারন সম্পাদক আনোয়ার আল হক, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো: আলী, রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি রাঙামাটির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান দীপু, দৈনিক রাঙামাটির ব্যবস্থাপনা পরিচালক জিমি কামাল, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা, ওয়ার্ল্ড পিস এন্ড হিউম্যান রাইটস সোসাইটির সাধারন সম্পাদক দেবাশীষ পালিত রাজা প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন রাঙামাটি প্রেস ক্লাবের সদস্য সাংবাদিক সোলায়মান, মঈনুদ্দিন বাপ্পি, দীপ্ত হান্নান, মো: ইয়াছিন রানা সোহেল।
বক্তারা বলেন, ১৫ আগস্ট বাঙালি জাতির ইতিহাসে এক কলঙ্কময় দিন। ১৯৭৫ সালের এই দিনে বাঙালি জাতির সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান, অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবার হত্যা করা হয়েছিলো।
ঘাতকরা শুধু সেদিন বঙ্গবন্ধুকেই হত্যা করেনি এর মধ্যদিয়ে স্বাধীনতার মূল চেতনাকে হত্যা করা হয়েছিল।
বক্তারা আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতিকে স্বাধীন রাষ্ট্রের স্বপ্ন দেখিয়েছিলেন। তার নেতৃত্বেই আমরা বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্র পেয়েছিলাম। আর জাতির পিতাকে ছাড়া বাংলাদেশের অস্তিত্বও কল্পনা করা যায় না।
বঙ্গবন্ধু আজীবন স্বপ্ন দেখেছেন ক্ষুধা, দারিদ্র্যমুক্ত ও অসাম্প্রদায়িক চেতনার উন্নত বাংলাদেশের। মানুষকে স্বাধীন রাষ্ট্রের স্বপ্ন দেখিয়েছিলেন এবং সেই স্বপ্নের বাস্তবায়নও করেছিলেন। কিন্তু সেই সময়ে বাঙালি জাতির মহান নেতাকে স্বপরিবার হত্যা করে ঘাতকদল ইতিহাসের নিষ্ঠুরতম ঘটনা ঘটিয়েছিল। যা পুরো বিশ্বকে স্তম্ভিত করে দিয়েছিল।
আলোচনা সভার আগে জাতীয় শোক দিবস উপলক্ষে রাঙ্গামাটি প্রেস ক্লাবের পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করা হয়।
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির কাপ্তাই হ্রদে জেলেদের জালে ধরা পড়লো ২৩ কেজি ওজনের বিরল প্রজাতির বাঘা আইড় ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় রাঙামাটি সদরের বন্দুক ভাঙা ইউনিয়ন থেকে পাস করা ১২০ জন শিক্ষার্থীকে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অবৈধ ভাবে চোরাচালানের সময় বিপুল পরিমাণ সেগুন গাছের গোল কাঠ জব্দ করেছে রাজনগর ব্যাটালিয়নের ৩৭ বিজ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সারাদেশের ন্যায় পর্যটন শহর রাঙামাটিতেও পালিত হচ্ছে বিশ্ব পর্যটন দিবস। দিবসটি পালন উপলক্ষে র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জেলার সদর উপজেলাধীন জীবতলি ও মগবান ইউনিয়নের ৭শতাধিক অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে রাঙ্গামাটি সদ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান আজ মঙ্গলবার জুরাছড়ি উপজেলা সফরকালে জনপ্রতিন...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2023 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited