যথাযোগ্য মর্যাদায় রাঙামাটিতে জাতির পিতার শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোকদিবস পালন


নিজস্ব প্রতিবেদক    |    ০৮:৪২ পিএম, ২০২২-০৮-১৫

যথাযোগ্য মর্যাদায় রাঙামাটিতে জাতির পিতার শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোকদিবস পালন

যথাযোগ্য মর্যাদায় রাঙামাটিতে পালিত হয়েছে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস। দিবসের শুরুতে সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ সরকারের পক্ষে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

এরপর রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ, জেলা পুলিশ, স্বাস্থ্য বিভাগ, রাঙামাটি প্রেস ক্লাব, তথ্য অফিসসহ বিভিন্ন সরকারী বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ হতে বঙ্গবন্ধুর মুড়ালে পুষ্পমাল্য অর্পণ করা হয়। 

সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ে জাতীয় শোক দিবসের আলোচনা সভা, সকাল ৯টায় রাঙামাটি জেলা আওয়ামীলীগের কার্যালয়ে শোক সভা অনুষ্ঠিত হয়।  

এছাড়াও বিভিন্ন ওয়ার্ডে আওয়ামী লীগের উদ্যোগে এবং সরকারি বেসরকারি কার্যালয়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পৃথকভাবে শোক সভা, মিলাদ ও দোয়া মাহফিলের মধ্যদিয়ে দিবসটি পালন করছে।

শোক দিবস উপলক্ষে জেলার সবসরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনির্মিত রাখা হয় এবং কালো পতাকা উত্তোলন করা হয়।