এলাকার নিরাপত্তা নিশ্চিতসহ শান্তিপূর্ণ সহাবস্থান,উত্তম আচরণের নির্দেশনা এসপি’র 


নিজস্ব প্রতিবেদক    |    ০১:২৪ এএম, ২০২২-০৮-১৪

এলাকার নিরাপত্তা নিশ্চিতসহ শান্তিপূর্ণ সহাবস্থান,উত্তম আচরণের নির্দেশনা এসপি’র 

পাহাড়ের দূর্গমাঞ্চলের বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিতকরণের পাশাপাশি তাদের সাথে শান্তিপূর্ন সহাবস্থান ও উত্তম আচরণের জন্য নিজ বাহিনীর পুলিশ সদস্যদের প্রতি নির্দেশনা প্রদান করেছেন রাঙামাটির পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মীর মোদদাছ্ছের হোসেন।

শনিবার রাঙামাটির রাজস্থলী থানা পরিদর্শনকালে নিজ বাহিনীর পুলিশ সদস্যদের সাথে দিক নির্দেশনামূলক বক্তব্যকালে পুলিশ সুপার এ নির্দেশনা প্রদান করেন। এরআগে শনিবার (১৩ আগষ্ট) সকালে তিনি রাজস্থলী থানায় পৌঁছালে ফুলেল শুভেচ্ছা জানান থানার অফিসার ইনচার্জ জাকির হোসেন। 

এ সময় পুলিশ সুপার এর সফরসঙ্গী হিসেবে ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন অর্থ মাহমুদা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি অহিদুর রহমান পিপি এম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহেদুল ইসলাম, সহকারি পুলিশ সুপার এসএএফ আসাদুজ্জামান, রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা, রাজস্থলী নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশ, রাজস্থলী সার্কেল আবু সালেহ, চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরীসহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ।

এসময় রাজস্থলী থানার অফিসার ইনচার্জ জাকির হোসেন এর নেতৃত্বে চৌকস পুলিশ দল পুলিশ সুপারকে সম্মান সূচক ‘গার্ড অব অনার’ প্রদর্শন করেন। পরবর্তীতে রাঙ্গামাটি পুলিশ সুপার রাজস্থলীর থানার কার্যালয়, থানার কম্পাউন্ড, সীমানা, হাজত খানা, ম্যাস, অস্ত্রাগার, মালখানা, রেজিস্টার সমূহ সরজমিনে পরিদর্শন করেন। 

পরিশেষে সকল অফিসারদেরকে রোল কলের মাধ্যমে ওয়ারেন্ট আরো বেশি করে তামিল করার জন্য দিক নির্দেশনা প্রদান করেন। রোলকলে অফিসার ও ফোর্সের সাথে মতবিনিময় করেন। এসময় তিনি এলাকায় নিরাপত্তা নিশ্চিত করে সরকারি কর্তব্য সম্পাদনসহ শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিতে এলাকার জনগণের সাথে উত্তম আচরন করার জন্য দিক নির্দেশনা প্রদান করেন। পরিদর্শনের পূর্বে থানার পুকুরে পোনা অবমুক্ত করেন।