রাঙামাটিতে মৎসজীবি লীগের আলোচনা ও দোয়া মাহফিল


নিজস্ব প্রতিবেদক    |    ০১:১০ এএম, ২০২২-০৮-১৪

রাঙামাটিতে মৎসজীবি লীগের আলোচনা ও দোয়া মাহফিল

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২২ উপলক্ষ্যে রাঙামাটি জেলা মৎস্যজীবি লীগের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার বিকাল ৪টায় আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের নব নির্বাচিত সাধারণ সম্পাদক হাজী মো. মুছা মাতব্বর। প্রধান বক্তা ছিলেন- জেলা আওয়ামীরীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক রফিকুল মাওলা।

জেলা মৎস্যজীবি লীগের আহ্বায়ক উদয়ন বড়–য়ার সভাপতিত্বে ও পৌর মৎস্যজীবি লীগের সিনিয়র সহ-সভাপতি শ্যামল চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন- পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি নাছির উদ্দীন তালুকদার, এফপিএবি সভাপতি মুজিবুর রহমান দীপু, শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শামসুল আলম, যুব মহিলা লীগের সভাপতি রোকেয়া আক্তার, কৃষকলীগের সাধারণ সম্পাদক উদয় শংকর চাকমা, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাওয়াল উদ্দীন, যুবলীগের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ কাজল, ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা। দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন- ওলামালীগের সভাপতি ক্বারী ওসমান গণি চৌধুরী। 

এসময় অন্যান্যের মধ্যে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. শাহাজাহান, জেলা মৎস্যজীবী লীগের সদস্য- মো. ইসহাক, স্বপন সরকার, জসিম উদ্দীন, কাপ্তাই উপজেলা মৎস্যজীবি লীগের আহ্বায়ক মোশতাক আহমেদ, যুগ্ম আহ্বায়ক সুবাস দাশ, লংগদু উপজেলার সাধারণ সম্পাদক মো. আলাউদ্দীন সহ মৎস্যজীবী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

আলোচনা সভার পর ১৫ই আগস্ট বঙ্গবন্ধু সহ পরিবারের সকল শহিদদের রুহের মাগফেরাত কামনা এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।