কাউখালীতে ২০০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী সেকেন্দার আটক


মাসুদ পারভেজ নির্জন    |    ১২:০০ এএম, ২০২০-১০-১৫

কাউখালীতে ২০০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী সেকেন্দার আটক

রাঙ্গামাটির কাউখালীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবা সহ কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ সেকেন্দার (৪২) কে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ।

বুধবার সন্ধ্যা ৫ টা ৪০ এ কাউখালীর বেতবুনিয়া এলাকা হতে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপপরিচালক  মিজানুর রহমান শরীফের নির্দেশনায় উপপরিদর্শক জসিম উদ্দিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে ১জনকে আটক করা হয় ও অপর একজন পলাতক রয়েছে।

আটককৃত হলেন,কাউখালীর বেতবুনিয়া এলাকার মৃত সৈয়দুর রহমানের ছেলে সেকেন্দার(৪২) ও পলাতক আসামী হলেন রাঙ্গুনিয়ার মহিউদ্দিন(৩৫)।উভয়ের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) এর ১০(ক)ধারায় তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মিজানুর রহমান শরীফ বলেন,যারা মাদক ব্যবসা করে এবং মাদক সেবন করে দুজনেই সমান অপরাধী।এদের কাউকেই রেহায় দেওয়া হবেনা। রাঙামাটির  সকলের সহযোগিতায় এই শহরকে আমরা মাদক মুক্ত করতে চাই। এতে আইনশৃঙ্খলাবাহিনী,জনপ্রতিনিধি,রাজনৈতিক দল ও সর্বস্তরের সহযোগিতার প্রয়োজন রয়েছে। আমার ইউনিট বসে নেই। প্রতিদিনই মাদক বিরোধী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তাই আপনাদের আশ পাশে কেউ মাদকের সাথে জড়িত থাকলে আমাদের খবর দিন আপনার নাম ঠিকানা গোপন রাখা হবে।এসময় তিনি গোপন খবর Email/Dnc Rangamati  এর ফেসবুকে দেওয়ার অনুরোধ জানান।