রাজস্থলীতে শিক্ষক,ধর্মীয়গুরু,জনপ্রতিনিধিদের ২দিনব্যাপী প্রশিক্ষণ 


রাজস্থলী প্রতিনিধি    |    ১২:৩৯ এএম, ২০২২-০৮-১০

রাজস্থলীতে শিক্ষক,ধর্মীয়গুরু,জনপ্রতিনিধিদের ২দিনব্যাপী প্রশিক্ষণ 

রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলায় ( ইউজিডিপি) স্থানীয় সরকার বিভাগ- স্থানীয় সরকার ,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উদ্যোগে শিক্ষক, ধর্মীয়গুরু, জনপ্রতিনিধি মোটর বাইক চালক এবং সমাজের গণ্যমান্য ব্যক্তিদের বিভিন্ন আইন সম্পর্কে ধারণা প্রদান প্রশিক্ষণ দুই দিন ব্যাপী উপজেলা হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

৮ / ৯ আগষ্ট সোমবার ও মঙ্গল বার সকাল ১০ ঘঠিকার সময় আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) শান্তনু কুমার দাশ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা এর সঞ্চালনায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন রাজস্থলী থানা অফিসার ইনচার্জ  (ওসি) জাকির হোসেন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি লংবতি ত্রিপুরা,জাইকা প্রকল্লের প্রকল্প প্রতিনিধি উৎফল কুমার তনচংগ্যা, রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি  আজগর আলী খান, সাংবাদিক হারাধন কর্মকার,সহ ধর্মীয় গুরু, জনপ্রতিনিধি, হেডম্যান, কারবারি উপস্থিত ছিলেন।

অনুষ্টানে ইউ এন ও বলেন,  আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকা মানব কল্যাণে সহযোগিতা করে আসছে। বাল্যবিবাহ নারী নির্যাতন যৌতুক প্রথা প্রচলিত আইন মেনে চলার জন্য অনুরোধ জ্ঞাপন করেন। তিনি আরো বলেন সড়কে ছোট ছোট যানবাহন গুলো সড়ক আইন মেনে চলার জন্য পাশাপাশি ড্রাইভিং লাইসেন্স ও বাইকের নিবন্ধন করার জন্য তিনি পরামর্শ প্রদান করেন।