জুরাছড়ি জোন কমান্ডারদ্বয়ের বিদায় ও বরণ


স্মৃতিবিন্দু চাকমা    |    ১১:৫২ পিএম, ২০২২-০৮-০৮

জুরাছড়ি জোন কমান্ডারদ্বয়ের বিদায় ও বরণ

আজ ৮ আগষ্ট সোমবার সন্ধ্যায় উপজেলা পরিষদ হলরুমে নবাগত জোন কমান্ডার লেঃ কর্ণেল আখতারুজ্জামান ফয়সাল, পিএসসি কে বিদায় ও ২ বীর নবাগত জোন কমান্ডার লেঃ কর্ণেল জুলকিফলী আরমান বিখ্যাত, পিএসসি কে বরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জীতেন্দ্র কুমার নাথ।

বিদায়ী জোন কমান্ডার লেঃ কর্ণেল আখতারুজ্জামান ফয়সাল পিএসসি বলেন, শান্তি শৃঙ্খলা স্থিতি বজায় থাকলে সরকারের উন্নয়ন করা সম্ভব। বিগত সময়ের চাইতে বর্তমানে জুরাছড়ি উপজেলার বহু কিছু অর্জিত হয়েছে। এখানকার সাধরণ জনগণ থেকে শুরু করে সরকারি কর্মকর্তারা আমাকে যেভাবে সহযোগিতা করেছিলেন তাই নবাগত জোন কমান্ডারকে একই ভাবে সহযোগিতা করার জন্য সকল কর্মকর্তাদের প্রতি অনুরোধ করেন।

নবাগত জোন কমান্ডার লেঃ কর্ণেল জুলকিফলী আরমান বিখ্যাত পিএসসি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা জনগণের কল্যাণের লক্ষ্যে কাজ করে। সবসময় বাংলাদেশ সেনাবাহিনী জনগণের পাশে থাকবে। এলাকার শান্তি শৃঙ্খলা অটুট রেখে কিভাবে এখানকার জনগণ উপকারিতা পাবে সেই সুচিন্তিত মনোভাব নিয়ে সম্মিলিতভাবে কাজ করার জন্য কর্মকর্তা এবং জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতি অনুরোধ করেন। 

রিসোর্স কর্মকর্তা মোরশেদুল আলম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা, ভাইস চেয়ারম্যান রিটন চাকমা, জুরাছড়ি থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শফিউল আজম, শিক্ষা অফিসার কৌশিক চাকমা, ২ নং বনযোগীছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা। 

এছাড়াও অনুষ্ঠানে বিদায়ী জোন কমান্ডার এর সৌজন্যে জুরাছড়ি উপজেলা পরিষদ, উপজেলা নির্বাহী অফিসার ও জুরাছড়ি থানা কে সম্মাননা ক্রেস প্রদান করেছিলেন।

উল্লেখ্য একইভাবে জুরাছড়ি উপজেলা প্রশাসন কর্তৃক বিদায়ী এবং নবাগত জোন কমান্ডার দের সম্মাননা ক্রেস ও প্রদান করা হয়েছিল। অনুষ্ঠানে বিদায়ী জোন কমান্ডারের সহধর্মিণীসহ সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকতা ও উপজেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।