যুব-মহিলালীগের উদ্যোগে রাঙ্গামাটিতে বঙ্গমাতা’র জন্মদিন উদযাপন


নিজস্ব প্রতিবেদক    |    ১১:৫০ পিএম, ২০২২-০৮-০৮

যুব-মহিলালীগের উদ্যোগে রাঙ্গামাটিতে বঙ্গমাতা’র জন্মদিন উদযাপন

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্ম বার্ষিকী উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনসহ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ আগস্ট) সকাল সাড়ে ৯টায় রাঙ্গামাটি জেলা আওয়ামী যুব-মহিলালীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে এসব কর্মসূচী পালন করা হয়।

রাঙ্গামাটি জেলা যুব মহিলালীগের সভাপতি রোকেয়া আকতারের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক লেখিকা চাকমার সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।

সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক রফিকুল মাওলা, জেলা কৃষকলীগের সভাপতি মোঃ জাহিদ আকতার, সাধারন সম্পাদক উদয় শংকর চাকমা, জেলা মৎস্যজীবিলীগের সভাপতি উদয়ন বড়ুয়া, জেলা পরিষদ সদস্য ঝর্না খীসা প্রমূখ।

আলোচন সভায় প্রধান অতিথির বক্তব্যে রাঙ্গামাটি সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি বলেন, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা বঙ্গবন্ধুর যে জীবন দর্শন তা রাজনীতিতে আসা এই প্রজন্মের জন্য অনুপ্রেরণা। তার দর্শন মেনে চললে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন আগামীতে আরও শক্তিশালী হবে। আর ইতিহাসে বেগম ফজিলাতুন্নেছা মুজিব কেবল একজন রাষ্ট্রনায়কের সহধর্মিণীই নন, বাঙালির মুক্তি সংগ্রামে অন্যতম এক নেপথ্য অনুপ্রেরণাদাত্রী।

তিনি বলেন, বাঙালি জাতির সুদীর্ঘ স্বাধিকার আন্দোলনের প্রতিটি পদক্ষেপে তিনি বঙ্গবন্ধুকে সক্রিয় সহযোগিতা করেছেন। বঙ্গবন্ধুর দৃঢ় চেতনাকে আরো শাণিত করেছিলেন এই মহীয়সী নারী। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীতে অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিশিষ্টজনের কথা উঠে এসেছে। তাদের মধ্যে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের নাম অগ্রগণ্য।

আলোচনা সভার আগে রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।