সেনা জোয়ানদের তৎপরতায় ১০ঘন্টায় সচল হলো মারিশ্যা-দীঘিনালা সড়ক


ওমর ফারুক সুমন    |    ০৪:৪৫ পিএম, ২০২২-০৮-০১

সেনা জোয়ানদের তৎপরতায় ১০ঘন্টায় সচল হলো মারিশ্যা-দীঘিনালা সড়ক

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা মারিশ্যা দিঘিনালা সড়কের ১৭ কিলোমিটার অজলচূগ বনবিহার এলাকায় পাহাড় ধসে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। ৩১ জুলাই রবিবার রাত ৯ টায় এই পাহাড় ধসের ঘটনা ঘটে।

সংবাদ পেয়ে রাতেই সড়কের মাটি সরানোর কাজ শুরু করে বাঘাইহাট জোনের সেনাবাহিনী, পরে সেনাবাহিনীর সাথে মাটি সরানোর কাজে যোগ দেয় যুব রেডক্রিসেন্ট এর সদস্যরা। রাতে একাংশের মাটি সরিয়ে মোটরসাইকেল, সিএনজি চলাচলের পথ বের করা হয়। 

সকালে আসে সড়ক জনপদ বিভাগের লোকজন তারা সেনাবাহিনীর সহায়তায় সড়কের সব মাটি সরিয়ে  দীর্ঘ ১০ ঘন্টা ভারী যানচলাচল  স্বাভাবিক করে। সোমবার সকাল ৮ ঘটিকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার ও উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম ঘটনা স্থল পরিদর্শন করেছেন।

এসময়  সড়কে চলাচল করা যানবাহন ও যাত্রীদের সতর্ক করা হয় । উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার বলেন বর্ষা মৌসুমে পাহাড়ের মাটি নরম হয়ে যায় ফলে মাঝেমধ্যে এই সড়কে পাহাড় ধসের ঘটনা ঘটে। তবে সবাই সতর্ক থাকায় কোন ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।